ই-পেপার বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

ডিজিটাল কাঠামো আনল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

আমার বার্তা অনলাইন:
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০
আপডেট  : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯

বিশ্বব্যাপী স্বর্ণ বাজারকে আরও আধুনিক ও সহজ করতে নতুন কাঠামো এনেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। আইন সংস্থা লিংকলেটার্স ও পরামর্শক প্রতিষ্ঠান হিলটপ ওয়াক কনসাল্টিংয়ের সহযোগিতায় ঘোষণা করা হয়েছে এই কাঠামো।

প্রস্তাবিত কাঠামোর নাম দেয়া হয়েছে ‘পুল্ড গোল্ড ইন্টারেস্টস’, যেখানে বিনিয়োগকারীরা ভল্টে সংরক্ষিত ভৌত স্বর্ণের একটি অংশের মালিক হতে পারবেন। এমনকি ছোট ভগ্নাংশ পরিমাণেও এই মালিকানা পাওয়া যাবে।

নতুন এই ব্যবস্থায় স্বর্ণের লেনদেন ও ব্যবহার আরও সহজ হবে। আর্থিক বাজারে জামানত হিসেবেও এটি কাজে লাগবে এবং পক্ষগুলোর মধ্যে স্বর্ণের মালিকানা সহজে ও নিরাপদে স্থানান্তর করা সম্ভব হবে।

বর্তমানে স্বর্ণ লেনদেনের দুটি পদ্ধতি চালু রয়েছে। একটি হলো বরাদ্দকৃত সোনা, যেখানে নির্দিষ্ট ভৌত বারের মালিকানা সরাসরি ক্রেতার হাতে থাকে, তবে প্রক্রিয়াটি জটিল। অন্যটি হলো অবরাদ্দকৃত সোনা, যা তারল্য বেশি ও খরচ কম হলেও বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট রাখা প্রতিষ্ঠানের ঋণ ঝুঁকির মুখে ফেলে।

ডব্লিউজিসি বলছে, এই পদক্ষেপটি শিল্পখাতের পরামর্শ অনুযায়ী নেয়া হয়েছে এবং এটি ফাইন্যান্সিয়াল মার্কেটস স্ট্যান্ডার্ডস বোর্ডের সাম্প্রতিক পর্যালোচনার ভিত্তিতে তৈরি।

এদিকে, বিশ্ববাজারে বেড়েই চলছে স্বর্ণের দাম। এরই মধ্যে স্পর্শ করেছে ৩ হাজার ৫৭৫ ডলারের নতুন রেকর্ড। মূলত যুক্তরাষ্ট্রে দুর্বল কর্মসংস্থান তথ্য ও সুদের হার কমার প্রত্যাশার পাশাপাশি বৈশ্বিক অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বাড়িয়ে দিয়েছে এ মূল্যবান ধাতুর চাহিদা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৫৭৬ দশমিক ৫৯ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ ৩ হাজার ৫৭৮ দশমিক ৫০ ডলার স্পর্শ করেছে। আর যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দর বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৫ দশমিক ৫০ ডলারে।

জ্যানার মেটালসের সিনিয়র কৌশলবিদ পিটার গ্রান্ট বলেন, ‘স্বর্ণের ঊর্ধ্বমুখীতা এখনও চলমান। স্বল্প ও মধ্য মেয়াদে এর দাম ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত উঠতে পারে। আর আগামী বছরের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ স্বর্ণের দর ৪ হাজার ডলারের মাইলফলক ছুঁতে পারে।’

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৩৪ ডলারে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৪৩৪ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়ামের দর উঠেছে ১ হাজার ১৫৫ দশমিক ০৫ ডলারে।

আমার বার্তা/এল/এমই

বিশ্ববাজারে নিম্নমুখী রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে নিম্নমুখী রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মূলত ওপেক প্লাসভুক্ত দেশগুলোর উৎপাদন বাড়ানোর সম্ভাবনা তেলের

ইসলামী ব্যাংকের শেয়ার সংশ্লিষ্টতার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

শেয়ার কোম্পানি খুলে এস আলম নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করে

টেকসই সাপ্লাই চেইন নিশ্চিত করতে বিজিএমইএ ও বায়ার্স ফোরামের বৈঠক

টেকসই সাপ্লাই চেইন নিশ্চিত করতে পোশাক ব্র্যান্ডগুলো এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)

ত্রিশ বছরে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগে ২৫ লাখ কর্মসংস্থান

মহেশখালী ও মাতারবাড়ী ঘিরে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে চায় সরকার। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবার জন্য কোরআনে বর্ণিত দোয়া

শুধু রাজনীতিতে নয় অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে: আমীর খসরু

নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র তার উদ্যোক্তা আ.লীগ: শামসুজ্জামান দুদু

নতুন পে-স্কেলের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্ঘভাতা পাবেন

জেরায় রাজসাক্ষী মামুন: অনাগ্রহ থাকা সত্ত্বেও ফের আইজিপি করা হয়

দুর্নীতির মামলায় অধ্যাপক কলিমউল্লাহর জামিন মেলেনি

সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: জয়নুল আবদিন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, আর লাগবে না ফোন নম্বর

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার দিতে হবে

নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না: ইসি মাছউদ

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর জিডি লাগবে না

সহিংস পরিবেশে গণতন্ত্র পুনঃস্থাপন করা যায় না: ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান

গ্রেনেড হামলার প্রকৃত অপরাধীদের বিচার শেখ হাসিনা চাননি

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

মেহেরপুরে সার সংকট ও চড়া দামের কারণে বিপাকে চাষিরা

পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক পিটার হাসের

আইপিএলকে জনপ্রিয় করতে সব নিয়ম ভাঙা হয়

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণ: শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার