মেহেরপুরের চাষিরা কাঙ্ক্ষিত পরিমাণে টিএসপি ও এমওপি সার পাচ্ছেন না। অন্যান্য সারও মিলছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। এতে চাষাবাদে সমস্যা তৈরি হচ্ছে এবং উৎপাদন খরচ বাড়ছে বলে অভিযোগ করছেন কৃষকরা। তবে বরাদ্দের তুলনায় কম সার পাচ্ছেন বলে জানিয়েছেন সার ব্যবসায়ীরা। আর সংকট নেই বলে জানিয়ে অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আশ্বাস কৃষি বিভাগের।
চাষাবাদের কাজে প্রয়োজনীয় সার পেতে হিমশিম খাচ্ছেন মেহেরপুরের জেলার চাষিরা। রয়েছে সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক দামে সার বিক্রির অভিযোগও। মেহেরপুর সদর উপজেলার ঝাঝা গ্রামের কৃষক আসাদুল হক জানান, ‘নিজের দুই বিঘা জমিতে ধান চাষের জন্য পটাশ কিনতে গিয়ে প্রয়োজনের মাত্র এক তৃতীয়াংশ পেয়েছি। যদিও গোডাউনে সার রয়েছে, কিন্তু তা বেশি দামে কিনতে হচ্ছে।’
অপর কৃষক ওমর ফারুক বলেন, টিএসপি, ডিএপি, এমওপি সহ অন্যান্য সারের বস্তাপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ। তবে গোডাউনে পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও ডিলাররা চাহিদামতো সরবরাহ করছে না।’
আমার বার্তা/এল/এমই