ই-পেপার বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আমার বার্তা অনলাইন:
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার, প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিবাদ এবং নিরাপত্তা ও আবাসনসহ নানা সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

তাদের দাবিগুলো হলো:

১) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে প্রক্টরকে বাদী হয়ে মামলা করতে হবে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী হামলায় জড়িত থাকলে চাকরিচ্যুত করে শাস্তির আওতায় আনতে হবে।

২) হামলার পর বাসা ও কটেজ ছেড়ে যেসব শিক্ষার্থী অন্যত্র অবস্থান নিয়েছেন, তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এজন্য ৭২ ঘণ্টার মধ্যে উদ্যোগ নিতে হবে।

ক) কটেজ ও বাসার মালিকদের সঙ্গে আলোচনা করে লিখিতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যতদিন শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করবেন, ততদিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

খ) এক সপ্তাহের মধ্যে দীর্ঘদিন অব্যবহৃত হলগুলো সংস্কার করতে হবে।

৩) নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায় নিয়ে—

ক) উপাচার্যের অযাচিত বক্তব্য প্রত্যাহার করতে হবে।

খ) দায়িত্বহীন আচরণের জন্য প্রক্টরিয়াল বডিকে জবাবদিহি করতে হবে।

গ) ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো প্রকাশ করতে হবে।

৪) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে এবং দক্ষ লোকবল নিয়োগ দিয়ে নিরাপত্তা দপ্তরকে ঢেলে সাজাতে হবে।

৫) দুটি জরুরি হটলাইন সার্ভিস চালু করতে হবে—

ক) শিক্ষার্থীদের প্রয়োজনে প্রক্টর অফিসের তত্ত্বাবধানে একটি হটলাইন সার্ভিস।

খ) যৌন নিপীড়ন নিরোধ কমিটির তত্ত্বাবধানে নারী নিপীড়ন বিরোধী সেল গঠন করে আলাদা হটলাইন সার্ভিস।

মানববন্ধনে আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ উল্লাহ বলেন, ‘আজ আমরা মূলত পাঁচ দফা দাবিতে মানববন্ধন করছি। প্রথম দাবি ছিল ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের সনাক্ত করা। কিন্তু সেটি করা হয়নি, বরং অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। এজন্য আমরা আহত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির জবাবদিহির দাবিতে এখানে দাঁড়িয়েছি।’

মানববন্ধন চলাকালে শিক্ষা ও গবেষণা বিভাগের চতুর্থ বর্ষের আহত শিক্ষার্থী সাকিব আহমেদ অজ্ঞান হয়ে পড়লে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

আমার বার্তা/এল/এমই

ডাকসুতে আমার জেতা লাগবে না, বেঁচে থাকতে চাই: আব্দুল কাদের

আসন্ন ডাকসু নির্বাচনে জয় নয়, কেবল বেঁচে থাকতে চান বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত

ডাকসু নির্বাচনে সাইবার অপরাধে ছাড় নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণায় কোনো

ছাত্রীদের যৌনকর্মী বলা সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলা শাহ মখদুম

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো রাবি ছাত্রের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেট সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না: হাইকোর্ট

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে জোড়া খুন: চারদিন পর হত্যা মামলা

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন নীতিমালার খসড়া অনুমোদন

র‌্যাবের বন্দিশালায় থাকা ব্যারিস্টার আরমানের মুক্তির চেষ্টা করেছি

গাজীপুরের জঙ্গলে লাশের গুঞ্জন, খুলতেই যা বের হলো

সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণ হয়েছে তারেক রহমান নির্দোষ

বৃহস্পতিবার খুলছে উত্তরা ইপিজেডের সব কারখানা

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান

ডাকসুতে আমার জেতা লাগবে না, বেঁচে থাকতে চাই: আব্দুল কাদের

টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

ডাকসু নির্বাচনে সাইবার অপরাধে ছাড় নেই

নীতিমালা প্রণয়নে বৈষম্যের শঙ্কা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের

নাগরিক সেবাকেন্দ্রেই পাসপোর্টের আবেদন, মিলবে আরও ৪০০ সেবা

নিবন্ধনের জন্য মনোনীত ১২ দলের তালিকায় বাংলাদেশ সংস্কারবাদী পার্টি

মা-বাবার জন্য কোরআনে বর্ণিত দোয়া

শুধু রাজনীতিতে নয় অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে: আমীর খসরু

নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র তার উদ্যোক্তা আ.লীগ: শামসুজ্জামান দুদু