নীল রঙের একটি পলিথিনে মুড়ানো; কালো রশি দিয়ে বাঁধা, দেখে মনে হচ্ছে মানুষের মরদেহ। সেখান থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে। খবর পেয়ে পুলিশ এসে সেই প্যাকেট খুলে দেখে মৃত কুকুর
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মৌচাক-চাবাগন সড়কের কালিয়াকৈর উপজেলার মুরাদপুর এলাকায় একটি জঙ্গলে নীল পলিথিনে মুড়ানো একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। বাহির থেকে দেখে মনে হচ্ছে কাউকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। সেখান থেকে বের হচ্ছিল দুর্গন্ধও। এরই মধ্যে অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে দেন।
পরে খবর পেয়ে বুধবার রাত ৮টার দিকে পুলিশ সেই পলিথিন মোড়ানো প্যাকেট খুলে দেখেন বিদেশি একটি মৃত কুকুর; বেশ লম্বা। সেটিকে পলিথিন দিয়ে মুড়িয়ে কে বা কারা সেখানে ফেলে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘স্থানীয়রা প্রথমে জঙ্গল থেকে দুর্গন্ধ পান। পরে সেখানে মরদেহ বেঁধে ফেলে দেয়া হয়েছে এমনটা ভেবে পুলিশকে খবর দেয়া হয়। এরপর দেখা যায় প্যাকেটের ভিতরে মৃত বিদেশি একটি কুকুর।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলেই পাশেই একটি চায়না কোম্পানির কারখানা রয়েছে। কুকুরটি তাদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, ‘প্যাকেটটি প্রথমে যে কেউ দেখলে মনে করবে সেটি কোনো মানুষের মরদেহ; বেঁধে ফেলা রাখা হয়েছে। পরে প্যাকেট খুলে দেখা যায় মৃত কুকুর। সেটি কে বা কারা ফেলে গেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
আমার বার্তা/এল/এমই