পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে। তিনি সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করার জন্য পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি, পূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই