বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা পিআরের (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) কথা বলছেন, যারা নির্বাচন হতে দেবেন না বলছেন, এটা করা সম্ভব নয়। এদেশের জনগণ ড. ইউনূসকে সমর্থন দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি বলেন, এবার দিনের ভোট রাতে হবে না। ১৪, ১৮ এবং ২৪ এর মতো ভোট হবে না। এবার ভোটে জনগণের যে খেলা, সেই খেলায় জয়লাভ করবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ফেব্রুয়ারিতে যখন নির্বাচন ঘোষণা করলেন তখন অনেক গুঞ্জন আমরা শুনতে পাই। আমরা শুনতে পাই, নুরের ওপর অত্যাচার। আমরা পিআরের কথা শুনতে পাই। আমরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুনতে পাই।
কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে ফারুক বলেন, দেশের ১৮ কোটি মানুষ জুলাই আগস্টের বিপ্লবের পর তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে। সেই পথকে বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই ষড়যন্ত্রে দিল্লি এবং শেখ হাসিনার লাভ হবে। দয়া করে এই পথ থেকে সরে আসুন।
রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাইকে এক থাকতে হবে। বাংলাদেশের সংবিধান নিয়ে আর কোনো কথা মানা যাবে না। আর নির্বাচন সংবিধান মেনে এই ইন্টেরিম গভমেন্টের অধীনে হবে।
আমার বার্তা/এমই