ই-পেপার বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সহিংস পরিবেশে গণতন্ত্র পুনঃস্থাপন করা যায় না: ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান

আমার বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২

সহিংস পরিবেশে গণতন্ত্র পুনঃস্থাপন করা যায় নাট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ার ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেছেন, গণমাধ্যমকে দমন, অবাধ তথ্য প্রবাহ বন্ধ করা এবং সাংবাদিকদের কাজের ক্ষেত্রে হুমকি প্রদর্শন গোপনীয়তার সংস্কৃতিকে প্রশ্রয় দেয়। আর গোপনীয়তার সংস্কৃতি ক্ষমতার অপব্যবহারের একটি শক্তিশালী অস্ত্র। সাংবাদিকরা সত্য তথ্য তুলে ধরে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সেজন্য তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। সুশীল সমাজের কাছে সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার কোনো মাধ্যম নেই, তবে আমরা যেটা করতে পারি তা হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কথা বলতে পারি। আমরা যেটা করি তা হলো এসব ক্ষেত্রে গভীর উদ্বেগ প্রকাশ করি। সহিংস পরিবেশে কখনই গণতন্ত্র পুনঃস্থাপন করা যায় না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের ওপর দমন-হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেন, সহিংস পরিবেশ ক্ষমতার অপব্যবহার পুনর্বহালে সহায়তা করে। তাই এটি প্রায় সব দেশেই গুরুতর উদ্বেগের যেখানে সাংবাদিক, সুশীল সমাজ এবং সাধারন মানুষ এই ধরনের সহিংসতার সম্মুখীন হয়।

তিনি বলেন, আমরা প্রতিবছর দুর্নীতির সুচক প্রকাশ করি যদিও সব সেক্টরের বিষয় সেখানে পুরোপুরি আসে না। এটা সত্য যে বিগত বছরগুলোতে দুর্নীতির সুচক বাংলাদেশে কমেছে, তবে প্রতিফলন সরূপ দেখা গেছে গত বছর আগস্টে একটি দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থার অবসান হয়েছে। তারপরে কি দুর্নীতি বন্ধ হয়েছে, স্পষ্টত না। তবে কি বেড়েছে? এক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। কিছু কাজ শুরু হয়েছে, কিছু বাস্তবায়নের পথে আছে। এই কাজগুলো কিন্তু দুর্নীতির সুচক উন্নতিতে ভূমিকা রাখবে। যে দেশগুলো তাদের সূচকে উন্নতি করে, আমরা তাদেরকে বলি যে ক্ষমতাবান লোক যারা দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিচারের আওতায় এনে সুশাসন নিশ্চিত করতে।

ফ্রাঁসোয়া বলেন, আমরা সবসময় ক্ষমতার সঙ্গে এবং ক্ষমতার বিপক্ষে কাজ করেছি। তার অর্থ হচ্ছে আমরা অংশগ্রহণ করছি আবার সমালচনাও করছি। এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে, আমাদেরও সমালোচনা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো সরকার নেই যে আমাদের সমালোচনা করেনি। আমি মনে করি আগামি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, সেই সরকারও টিআইবি’র কর্মকাণ্ডে অখুশি হবে।

তিনি বলেন, যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে জিডিপি’র সঙ্গে তুলনা করলে দেখবেন জনগণের টাকা চুরি হয়েছে, জনগণকে তাদের অধিকার বঞ্চিত করা হয়েছে। ঘুষের পেছনে জনগণের যেই অর্থ ব্যয় হয়েছে সেটার হিসাব কখনও যথাযথভাবে পাচার করা অর্থের সঙ্গে তুলনা করা যাবে না। কারণ সেই অর্থ এবং অর্থের বিনিময় প্রাপ্ত সেবার অনেক মুল্য আছে। প্রতিবছর বাংলাদেশ থেকে যে ১৬ বিলিয়ন ডলার গায়েব হয়েছে, তার চেয়ে বেশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতি করেছে। এই অর্থ পাচার না করলে অনেক সুযোগ তৈরি করা যেত। এই অর্থ বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য শিক্ষা, অবকাঠামো, জরুরি প্রয়োজনীয় সেবার জন্য ব্যয় করা যেত। এই অর্থ চুরি না হলে বাংলাদেশের জিডিপি আরও অনেক বেশি হতো।

ফ্রাঁসোয়া বলেন, আমাদের মতো বৈশ্বিক সুশীল সমাজ বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা নিয়ে প্রশংসা করছে। তারা বাংলাদেশের দিকে নজর রাখছে। আমরা দেখছি যে বাংলাদেশের সংস্কার কাজ হাতে নিয়েছে, এই লক্ষ্যে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন করা হয়েছে। সংস্কার সুপারিশের অনেক কিছুই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে। আমাদের স্পষ্ট পরামর্শ হচ্ছে- এই সংস্কারগুলো টেকসই হতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য

দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য ব‌লে অভিমত ব‌্যক্ত ক‌রে‌ছেন বাংলাদেশে নিযুক্ত

নাগরিক সেবাকেন্দ্রেই পাসপোর্টের আবেদন, মিলবে আরও ৪০০ সেবা

রাজধানীর ছয় এলাকার ১০টি নাগরিক সেবাকেন্দ্র থেকেই পাসপোর্টের আবেদন ও নবায়ন সংক্রান্ত সেবা নেওয়া যাবে

নতুন পে-স্কেলের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্ঘভাতা পাবেন

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট

নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না: ইসি মাছউদ

ভুল হতে পারে, কিন্তু নির্বাচনে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণ হয়েছে তারেক রহমান নির্দোষ

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান

ডাকসুতে আমার জেতা লাগবে না, বেঁচে থাকতে চাই: আব্দুল কাদের

টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

ডাকসু নির্বাচনে সাইবার অপরাধে ছাড় নেই

নীতিমালা প্রণয়নে বৈষম্যের শঙ্কা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের

নাগরিক সেবাকেন্দ্রেই পাসপোর্টের আবেদন, মিলবে আরও ৪০০ সেবা

নিবন্ধনের জন্য মনোনীত ১২ দলের তালিকায় বাংলাদেশ সংস্কারবাদী পার্টি

মা-বাবার জন্য কোরআনে বর্ণিত দোয়া

শুধু রাজনীতিতে নয় অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে: আমীর খসরু

নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র তার উদ্যোক্তা আ.লীগ: শামসুজ্জামান দুদু

নতুন পে-স্কেলের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্ঘভাতা পাবেন

জেরায় রাজসাক্ষী মামুন: অনাগ্রহ থাকা সত্ত্বেও ফের আইজিপি করা হয়

দুর্নীতির মামলায় অধ্যাপক কলিমউল্লাহর জামিন মেলেনি

সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: জয়নুল আবদিন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, আর লাগবে না ফোন নম্বর

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার দিতে হবে