পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের ১৪৪ একর বনভূমি, ১৫৫ ঘর উচ্ছেদ করা হয় । সোমবার (২৮ জুলাই) সকাল থেকে সেক্টর ২৪ ও ২৫ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এই অভিযানে পূর্বাচলে অবৈধভাবে দখল করা ১৪৪ একর ভূমির মধ্যে ৪.৬ একর ভূমি উদ্ধার করা হয়। উচ্ছেদ করা হয় ৪৪টি পরিবারের ১৫৫টি ঘর। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা। এ অবৈধ উচ্ছেদের ফলে পূর্বাচলের ১৪৪ একর বনভূমিই অবৈধ দখল মুক্ত হলো।
অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেয় বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা। সহযোগিতা করে রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, রাজউক ও বন বিভাগ।
জীববৈচিত্র্য রক্ষা ও বনভূমি সংরক্ষণে সরকার এধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
আমার বার্তা/এমই