ই-পেপার বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মোহাম্মদপুরের শিক্ষক ও শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট:
২৯ জুলাই ২০২৫, ১৫:২৬
আপডেট  : ২৯ জুলাই ২০২৫, ১৫:২৯

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধ প্রবণতার কারণে মারাত্মক বিরুপ প্রভাব ফেলছে স্থানীয় শিক্ষার্থীদের ওপর। বিশেষ করে এসব এলাকায় কিশোর বয়সীদের বিপথগামী হওয়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। যার ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও।

আর এ সকল প্রভাব কাটাতে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মাদক ও সন্ত্রাস বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মোহাম্মদপুরের অন্তত ৭০ টিরও বেশি স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে ‘সুশিক্ষা ও সহশিক্ষার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত এবং ন্যায়নীতি আদর্শ মোহাম্মদপুর-আদাবর গড়ার প্রত্যয়ে’ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সামাজিক সংগঠন আলফা স্টার ফাউন্ডেশনের উদ্যোগে মোহাম্মদপুর ও আদাবরে স্কুল-মাদ্রাসা ও কলেজের সামনে ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মাদক নয়, স্বপ্ন চাই’, ‘যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়’, ‘গ্যাং নয়, গড়বো ন্যায়নির্ভর সমাজ’—এমন নানা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মোহাম্মদপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে থেকে শুরু হয়ে নুরজাহান রোড, টাউনহল হয়ে তাজমহল রোড এলাকায় গিয়ে শেষ হয়।

মোহাম্মদপুর-আদাবর সম্মিলিত শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুরের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে যুগান্তর সম্পাদক আব্দুল হাই বলেন, মোহাম্মদপুর সম্পর্কে একটি খারাপ ধারণা রয়েছে, মোহাম্মদপুর মানেই সন্ত্রাস, খুন, মাদক। মোহাম্মদপুরে এতো শিক্ষা প্রতিষ্ঠান থাকতে কেনো এমনটা হয়। আজকে শিক্ষক ও শিক্ষার্থীরা আজ একত্রিত হয়েছো। এই শিক্ষার্থীরাই হাসিনার মতো ফ্যাসিস্টকে বিতারিত করেছে। সেই শিক্ষার্থীরা রাস্তায় নামলে বাংলাদেশ পাল্টে যাবে। আমি মনে করি জুলাই আন্দোলনে আবু সাঈদ যে কারণে প্রাণ দিয়েছিলো, মানবিক, গণতান্ত্রিক, ন্যায় বিচারের বাংলাদেশ। আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের ভালো চাই তাহলে মাদককে ‘না’ বলতে হবে। সন্ত্রাসকে ‘না’ বলতে হবে। অন্যায়কে রুখতে হবে। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় আমাদের শিক্ষার্থীরা যে ভূমিকা পালন করছে সেটি অবিস্বরনীয়। এমন ঐক্যবদ্ধ প্রতিবাদ সারাদেশে সারা দেশে ছড়িয়ে পড়ুক।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও মোহাম্মদপুরের প্রবীন রাজনীতিবিদ আবদুস সালাম বলেন, আজকে এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন মোহাম্মদপুরের আইনশৃঙ্খলার যে চরম অবনতি হয়েছে। খারাপ চিত্রের কোনো কথা উঠলেই মোহাম্মপুরের নাম সবার আগে থাকে। মোহাম্মদপুরকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোমলমতি শিক্ষার্থীরা মানববন্ধন করে মাদক ও দূর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছে। ‘যে মুখে মা ডাকি, সে মুখে মাদক গ্রহণ না করি’- ‘মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি,সহ নানা স্লোগান হাতে প্লেকার্ড তুলে ধরছেন শিক্ষার্থীরা। এভাবেই আমরা মাদক ও সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত মোহাম্মদপুর গড়ে তুলবো। আমরা সবাই সম্মিলিতভাবে বসবাস যোগ্য গড়ে তুলবো।

শিক্ষক সমাজের পক্ষ থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ওয়ালী উল্লাহ বলেন মোহাম্মদপুর আদাবরের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ মোহাম্মদপুর আদাবরের সকল অন্যায় দূর হবে।

ব্যতিক্রম এমন আয়োজনের প্রধান সময়ন্বকারী আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃকামরুল হাসান বলেন মোহাম্মদপুর আদাবরের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও রাজনীতিবিদরা একসাথে কাজ করলে সমাজ পরিবর্তন হতে বাধ্য।

আমার বার্তা/এমই

রাজধানীতে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে বাসের ধাক্কা

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের

বাংলাদেশ বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প চলছে মাইলস্টোন স্কুলে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবারও

ওসির বদলি ঠেকাতে মানববন্ধনে শীর্ষ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা

রাজধানীর মোহাম্মদপুর থানায় ‘১০০ গ্রাম হেরোইন’ উদ্ধারের ঘটনায় ওসি মোহাম্মদ আলী ইফতেখার হাসানের ভূমিকা নিয়ে

পূর্বাচলে ১৪৪ একর বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ ১৫৫ অবৈধ ঘর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের ১৪৪ একর বনভূমি, ১৫৫ ঘর উচ্ছেদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

রাস্তা শুধু ইট-পাথরের নয়;এটা মানুষের জীবনরেখা:ড.মোবারক হোসাইন

রূপগঞ্জে ভেজাল ঔষধ বিক্রয়ের প্রতিবাদে জনসচেতনতামূলক সভা 

কুষ্টিয়াতে বিএনপি নেতার বসত বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

নওগাঁর মান্দায় পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উপকূলে ৯০ হাজার মানুষের জন্য পানি ও খাদ্য নিরাপত্তা আনবে ‘রেইন ফর লাইফ’

বিচার সংস্কার নির্বাচন সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে: জামায়াত আমির

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে না পারলে উন্নয়ন থাকবে কাগজে-কলমেই

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: প্রধান উপদেষ্টা

বিশেষ সতর্কতা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে: ডিএমপি কর্মকর্তার ব্যাখ্যা

একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত বলার পরে বক্তব্য বদলালেন মাহফুজ

বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতেই জাতীয় ঐকমত্যের পথে সরকার

পুলিশের সুনাম-দুর্নাম কাজের ওপর নির্ভর করে: ডিএমপি কমিশনার

মরক্কোতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয় পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা

জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক: জামায়াত

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাবনা দেবে বাংলাদেশ

শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, টানা চার বছর র‌্যাংকিংয়ে উন্নতি

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার