তরুণ প্রজন্মের চিত্রনায়িকা রাজ রিপা। মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখিয়েছেন তিনি। কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। দেখা গেছে নামদামি বেশকিছু বিজ্ঞাপনে। এই অভিনেত্রী ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে র্যাম্পে হেঁটেছেন।
সে কথা জানিয়ে রাজ রিপা বলেন, ‘মঞ্চে যখন উঠি তখন শুনতে পেরেছিলাম আমার দর্শকের ভালো লাগার চিৎকার। কষ্টটা তখনই সফল হয়, যখন মানুষ আমাকে পছন্দ করে সাপোর্ট করে। শো স্টপার হিসেবে এই প্রথম আমার র্যাম্পে হাটা তাও শরীরে ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে। ওয়াও, হাবিবি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, বলে মানুষের এই হইহুল্লর চিৎকার আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের এই উৎসাহে র্যা ম্পে রেগুলার পাবেন ইনশাআল্লাহ।
২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রিপা। ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমাতেও কাজ করেছেন ঢালিউডের এই নতুন নায়িকা। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। সর্বশেষ তাকে দেখা যায় ‘ময়না’ নামের সিনেমায়।