রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী।
মঙ্গলবারও (২৯ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেয়া গেছে, মেডিকেল ক্যাম্পে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ক্যাম্প সোমবার থেকে শুরু হয়ে যা চলবে এক সপ্তাহ পর্যন্ত।
বিমান বাহিনীর ১৫ সদস্যের একটি দল এ ক্যাম্প পরিচালনা করছেন।
আরও জানা যায়, মেডিকেল ক্যাম্পে সামান্য পুড়ে যাওয়া কিংবা আগুনের আঁচ লাগা আহতদের চিকিৎসা, ড্রেসিং করানো হচ্ছে। যারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন তারাও এখানে চিকিৎসা নিতে পারছেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালনা করা হচ্ছে ক্যাম্পটি। এ ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। তাদের বেশিরভাগই প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক বলেও দেখা গেছে।
এদিকে স্কুল কর্তৃপক্ষ তিন দফা পেছানোর পর নতুন করে প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ আগস্ট বলেও জানানো হয়েছে।
এর আগে সোমবার (২৮ জুলাই) তেজগাঁও এভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ওই ভবনে সাধারণত ৭৩৮ জন শিক্ষার্থী ক্লাস করে এবং আমাদের সাধারণত ৮০% উপস্থিতি থাকে।
প্রসঙ্গত: এ ঘটনায় ২৩ জুলাই আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীসহ অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধনীতে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৩ জনে নামিয়ে আনে। আর সাহিল ফারাবি আয়ানের মৃত্যুর পর মোট সংখ্যা দাঁড়াল ৩৪ জনে। ২১ জুলাই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আমার বার্তা/এল/এমই