মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকাল ৪টায় গজারিয়া থানা প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী র্যালি নিয়ে অংশ নেন। বিকাল ৩টা থেকেই থানা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়।
আনন্দ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস মিয়াজী মোহন, জেলা জাসাস সভাপতি হাসান জাহাঙ্গীর, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম জসিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহম্মদ রতন, আহছান, মুক্তার হোসেন, হারুন সরদার, যুবদল আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদ, যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম, ফারুক আহমেদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিফাত, ছাত্রদল নেতা বায়জিদ আহম্মদ শ্রাবণ, বোরহান উদ্দিন ভূঁইয়া, বছির উদ্দিন মিয়াজীসহ অনেকে।
নেতারা বলেন, উপজেলা পর্যায়ে নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনকে সুসংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি আরও বেগবান করা হবে। দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য এ ধরনের কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের ঐক্য ও সাহস বাড়বে বলেও তারা মত প্রকাশ করেন।
সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গজারিয়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। শান্তিপূর্ণভাবে সমাবেশ ও মিছিল সম্পন্ন হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই