ই-পেপার মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৫, ১৮:৫৮
ছাত্রদলের সংবাদ সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। এ দিন একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)।

সোমবার (২৮ জুলাই) সমাবেশের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে বিকাল ৫টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল। সেখানে কেন্দ্রীয় নেতারা এনসিপির আবেদনের বিষয়টি বিবেচিনা করার কথা বলেন।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা জুলাই আগস্ট কর্মসূচি যখন প্রণয়ন করি সেই সূচনালগ্ন থেকেই ৩ আগস্ট এই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার জন্য মনস্থির করি। জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শহীদ মিনারে প্রোগ্রামের অনুমতি পাই। কিন্তু পরে জুলাইতে এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা বলছেন, তারা এখানে সমাবেশ করতে চান।

তিনি বলেন, আমরা আগে থেকেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি নিয়ে রেখেছি জানতে পেরে এনসিপির শীর্ষ নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আবেদন করেছে যে, তারা যেন এখানে সমাবেশটা করতে পারেন। তারা মিটিং করার জন্য বার বার কল দিয়েছেন, এমনকি আজও কল দিয়েছেন। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও তারা যোগাযোগ করেছেন।

তিনি বলেন, আমরা শহীদ মিনার নিয়েছি এ কারণে যে, আময়াদের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীরা আসবেন, সেখানে শহীদ মিনার ছাড়া অন্য কোথাও করলে রাস্তা ব্লক হতে পারে, জনদুর্ভোগ হতে পারে। আমরা সেটা চাই না। তবে এখন যেহেতু তারা বার বার আবেদন করছেন, আমরা বিষয়টি ভেবে দেখবো। ছাত্রদল যেহেতু প্রতিহিংসার রাজনীতি করে না তাই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটি আজ রাতে মিটিং করে একটি সিদ্ধান্তে আসবে। এখন পর্যন্ত আমাদের ভেন্যু শহীদ মিনারই।

সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা ১ জুলাই থেকে মাসব্যাপী বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট সমাবেশের সিদ্ধান্ত নেই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আগেই অনুমতি নিই। কিন্তু হঠাৎ জানতে পারি, একই দিনে শহীদ মিনারে এনসিপিও সমাবেশ করতে চায়।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচির দিন ও স্থানে অন্য একটি দলকে অনুমতির চেষ্টা করা হলে, সেটি শুধু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দেবে না, বরং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।

নাছির আরও জানান, সমাবেশ বাতিল বা স্থান পরিবর্তনের বিষয়ে ছাত্রদল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি এবং কারও সঙ্গে কোনও আলোচনা বা সমঝোতা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ বলেন, ছাত্রদল ২২ জুন সমাবেশের অনুমতি পেয়েছিল ঠিকই, কিন্তু একই সময়ে ও একই স্থানে দুটি পৃথক রাজনৈতিক সংগঠনকে অনুমতি দেওয়া সম্ভব নয়। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

আমার বার্তা/এমই

কিছু দল পণ করেছে, পিআর না দিলে নির্বাচনে যাবে না: ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার আমাদের হাত দিয়েই শুরু।

নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,

মানুষের নিরাপত্তা ছাড়া সংস্কার কোনো কাজে আসবে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম যদি মানুষের প্রয়োজনে না

‘পিআর পদ্ধতি বোঝেন না, তাহলে রাজনীতি করতে আসছেন কেন’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে ‍আমির ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

এশিয়া কাপে চ্যাম্পিয়নদের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশ

বিপিএল ক্রিকেট উন্নয়নের কোনো কাজে আসে না: বুলবুল

মদিনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

দুর্নীতির মামলায় নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার দেখানোর আদেশ

মাইলস্টোনে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা-২০২৫ প্রকাশ

আইনশৃঙ্খলা সতর্কতার বিশেষ নির্দেশনার বিষয়ে জানা নেই: আইজিপি

চাঁদা দাবিতে দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি শুরু ৩ আগস্ট

১৫৯ কোটির লেনদেনের অভিযোগে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা

চীন-বাংলাদেশ-পাকিস্তানের উদ্যোগ অন্য কোনো পক্ষবিরোধী জোট নয়

কলেজ শিক্ষকদের প্রাইভেট পড়ানোয় নিষেধাজ্ঞার নোটিশ ‘ভুয়া’

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মোহাম্মদপুরের শিক্ষক ও শিক্ষার্থীরা

কিছু দল পণ করেছে, পিআর না দিলে নির্বাচনে যাবে না: ফখরুল

ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলাম: অধ্যাপক জাহাঙ্গীর আলম

বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না: আইন উপদেষ্টা

চোরা শিকারিদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দাঁড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা

সরকারি জমি কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

হাসিনার অপরাধ একাত্তরের পাকিস্তানি সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে

প্রতীকী মূল্যে জমি লিজ দেয়া হবে না: অর্থ উপদেষ্টা