গণমাধ্যমকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশনসহ সকলেরই আস্থা সংকটে রয়েছে। আস্থার সংকট জাতীয় সংকট আর তাই এটি পুনরুদ্ধারের ক্ষেত্রে যার যার অবস্থান থেকে নিজেদের দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিক নীতিমালা নিয়ে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের নিয়ে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
মতবিনিময়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্বচ্ছ ভোট গ্রহণের জন্য গণমাধ্যমের ভূমিকা খুবই জরুরি। নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না এবং সাংবাদিকতার নাম করে যাতে কোনো কিছুর অপব্যবহার করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কমিশন একটা সুন্দর নির্বাচন করতে চায়।
সুষ্ঠু ভোট করতে গণমাধ্যম নীতিমালায় সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য যা যা করা দরকার তাই করা হবে বলেও জানান তিনি।
নির্বাচনে ভোটকে স্বচ্ছ করতে হলে খোলা মাঠে ভোট করার কথা জানিয়ে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, বন্ধ ঘরে ট্রান্সপারেন্ট ভোট সম্ভব নয়। সেজন্যে খোলা মাঠে ভোট করা দরকার।
আমার বার্তা/এল/এমই