ঘরের মাঠেও হারের বৃত্তে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার কাছে তিন টেস্টের সিরিজে একপেশে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হাতছাড়া করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগের ম্যাচে সিরিজ হার নিশ্চিতের পর বাকি দুটি টি-টোয়েন্টি হতো তাদের জন্য সান্ত্বনা পাওয়ার লড়াই। কিন্তু চতুর্থ ম্যাচে আজ (রোববার) ২০৫ রান করেও অজিদের কাছে হারল ৩ উইকেটে।
এ নিয়ে ক্যারিবীয়রা টি-টোয়েন্টিতে সপ্তমবার ২০০ বা এর বেশি রান তুলেও হেরে গেল। আর কোনো দলেরই এমন বিব্রতকর রেকর্ড নেই। চলমান সিরিজে দ্বিতীয় ম্যাচেই দুইশ–র বেশি লক্ষ্য দিয়ে হারল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এদিন আগে ব্যাট করতে নেমে কোনো ব্যাটসম্যান ৩১ রানের বেশি করতে পারেননি। আগ্রাসী শুরু পেলেও সবাই ইনিংস বড় করতে ব্যর্থ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০৫ রানেই থামে ক্যারিবীয়দের ইনিংস।
ওপেনিং জুটিতে ২ ওভারে ২৩ রান তোলার পর আউট হয়েছেন ব্রেন্ডন কিং। ১০ বলে তিনি ১৮ রান করেন। এরপর দ্রুতই ফেরেন সাই হোপ (১০) ও রোস্ট চেজ (০)। ক্রমান্বয়ে ক্রিজে নামা প্রতিটি ব্যাটার আগ্রাসী শুরু করেও আউট হয়েছেন দ্রুত। ১৫ বলে ৪টি চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৩১ রান আসে শেরফান রাদারফোর্ডের ব্যাটে। এ ছাড়া রভম্যান পাওয়েল ২২ বলে ২৮, রোমারিও শেফার্ড ১৮ বলে ২৮ এবং জেসন হোল্ডার ১৬ বলে ২৬ রান করেন।
বিপরীতে অজিদের হয়ে অ্যাডাম জাম্পা সর্বোচ্চ ৩ এবং অ্যারন হার্ডি, জাভিয়ের বার্টলেট ও শন অ্যাবট শিকার করেন ২টি করে উইকেট করে। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন বিশ্রামে ছিলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান টিম ডেভিড। তার বদলে নামানো হয় বার্টলেটকে। বাউন্ডারিতে দুর্দান্ত এক ক্যাচ ধরে আলোচনার জন্ম দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচে নেন মোট ২টি ক্যাচ।
বড় লক্ষ্য তাড়ায় রানের খাতার খোলার আগে দ্বিতীয় বলেই আউট হয়ে যান অজি ওপেনার ও অধিনায়ক মিচেল মার্শ। এরপর কোনো বিপত্তি ছাড়াই দ্বিতীয় উইকেট জুটিতে জশ ইংলিস ও ম্যাক্সওয়েল মিলে ৩৫ বলে যোগ করেন ৬৬ রান। ৩ রানের আক্ষেপ নিয়ে ম্যাক্সওয়েল ১৮ বলে থেমেছেন ৪৭–এ। এক চারের সঙ্গে মেরেছেন ৬টি ছক্কা। এ ছাড়া ইংলিস ৩০ বলে ১০ চার ও এক ছক্কায় ৫১ রান করেন। মাঝে মিচেল ওয়েন ও কপার কনলিরা দ্রুত ফিরলেও, একপ্রান্ত ধরে রেখে দ্রুত রান তোলেন ক্যামেরন গ্রিন।
৩৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৫ রানে অজিদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন গ্রিন। এ ছাড়া হার্ড করেন ২৩ রান। ৪ বল এবং ৩ উইকেট হাতে রেখে সফরকারী জয়ের বন্দরে পৌঁছে যায়। উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট গেছে জেডিয়াহ ব্লেডসের দখলে।
আমার বার্তা/এল/এমই