চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকা থেকে ২১ লাখ টাকা মূল্যের ২০৬ ঘনফুট অবৈধ পাহাড়ি কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলী থানার মইজ্জারটেক গোল চত্বর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে ২০৬ ঘনফুট অবৈধ পাহাড়ি কাঠ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। ট্রাকটিসহ কাঠ পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
জব্দকৃত কাঠ, ট্রাক এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের বনসম্পদ রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার বার্তা/এমই