উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্ব ত্রিপোলির এক এলাকায় অভিযান চালিয়ে অন্তত দেড় হাজার অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে আটক করেছে কর্তৃপক্ষ। শনিবার ওই অভিবাসীদের আটক করা হয় বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির শ্রমমন্ত্রী আলী আল-আবেদ সাংবাদিকদের বলেছেন, শনিবারের তল্লাশি অভিযানে দেখা যায়, কিছু আবাসন শাখায় অনিবন্ধিত বিদেশি শ্রমিকদের বসবাস করছেন। এই শ্রমিকরা বিভিন্ন দেশের নাগরিক। তবে লিবিয়ায় তাদের বসবাসের অনুমতি নেই। এছাড়া তাদের কাছে বৈধ পাসপোর্ট কিংবা স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনও নথিও পাওয়া যায়নি।
পশ্চিমা সামরিক জোট ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মোয়াম্মার গাদ্দাফির পতন ও হত্যাকাণ্ডের পর থেকে সংঘাতে জর্জরিত লিবিয়া। বর্তমানে দেশটিতে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর প্রশাসন শাসন কাজ পরিচালনা করছে। এর মধ্যে একটি প্রধানমন্ত্রী আবদেলহামিদ দাবেইবাহ পরিচালিত ত্রিপোলিভিত্তিক সরকার এবং অপরটি পূর্বাঞ্চলভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রশাসন।
ইতালির উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে লিবিয়ার অবস্থান হওয়ায় ইউরোপগামী অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ যাত্রাপথ হয়ে উঠেছে দেশটি। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।
ত্রিপোলির পূর্বের যে এলাকায় অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে, সেখানে অস্থায়ী শিবির ছিল। এই শিবির উচ্চ প্রাচীরে ঘেরা এবং সেখানে বিশাল প্রবেশ দ্বার রয়েছে। ওই এলাকায় মিসরীয় ও সাব-সাহারা আফ্রিকার অভিবাসীরা বসবাস করতেন।
এএফপির একজন সাংবাদিক সেখানে একটি ছোট মুদি দোকান, একটি মাংসের দোকান ও সবজির দোকান দেখেছেন। দেশটির শ্রমমন্ত্রী বলেছেন, পূর্ব ত্রিপোলির ওই অস্থায়ী শিবির তৈরিতে মানুষের বসবাস, স্বাস্থ্যসেবা ও কর্মস্থলের নিরাপত্তা সংক্রান্ত ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়নি।
আটক অভিবাসী শ্রমিকদের অবৈধ অভিবাসন-বিরোধী কর্তৃপক্ষের পরিচালিত কেন্দ্রে স্থানান্তর ও জাতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী আবেদ।
তবে অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো হবে কি না, তা স্পষ্ট নয়। চলতি মাসের শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন কমিশনার এবং গ্রিস, ইতালি ও মাল্টার মন্ত্রীরা লিবিয়ায় সফর করেন। ওই সময় তারা উত্তর আফ্রিকার এই দেশটি থেকে অনিয়মিত অভিবাসন ইস্যুতে লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। - সূত্র: এএফপি
আমার বার্তা/এমই