কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই (শনিবার) বিকেলে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যদুবয়রা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট খাদেমুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আব্দুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, মোঃ মামুনুর রশীদ মামুন, কাজী মমিনুল হক পলাশ, মোঃ আলতাফ হোসেন, মোঃ শাহজাহান আলী মোল্লা, কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি কে এম আলম টমে এবং কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মকছেদুল মোমিন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান।
সম্মেলনে বক্তারা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন আন্দোলন-সংগ্রামে দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।