অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণ সহায়তার আশায় অপেক্ষায় থাকা মানুষ। একইদিনে অপুষ্টিজনিত কারণে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি অবরোধের কারণে ক্ষুধায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চলমান যুদ্ধ ও অবরোধের ফলে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন ১২৭ জন। যাদের মধ্যে ৮৫ জনই শিশু।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার একদিনেই গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২ জনই ছিলেন ত্রাণ সহায়তা পেতে মরিয়া মানুষ।