ই-পেপার মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

দশ দিন ধরে বন্ধ রয়েছে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৫, ১৫:০৬

গত ১০ দিন ধরে বন্ধ রয়েছে সিলেটের কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদনে যেতে পারছে না গুরুত্বপূর্ণ এ বিদ্যুৎ কেন্দ্র। এ ছাড়া জাতীয় গ্রিড থেকেও মিলছে না চাহিদামাফিক বিদ্যুৎ। একদিকে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, অন্যদিকে সরবরাহে ঘাটতি। এ দুই সংকটের কারণে গরমে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সিলেটের মানুষ। বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিড থেকে চাহিদার চেয়ে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কম মিলছে। এ ছাড়া ভোল্টেজও কমে গেছে বলে জানিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র সচলের চেষ্টা চালিয়ে গেলেও গতকাল পর্যন্ত উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলেও সিলেটের চাহিদা পূরণে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কুমারগাঁওয়ে উৎপাদনে ত্রুটি দেখা দিলে প্রভাব পড়ে সিলেটে। জাতীয় গ্রিড থেকে কমিয়ে দেওয়া হয় সিলেটে বিদ্যুৎ সরবরাহ। প্রায় ১০ দিন আগে কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটি দেখা দেয়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।

এদিকে, গত এক সপ্তাহ ধরে সিলেটে বেড়েছে গরম। ৩৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে সিলেট। কুমারগাঁও উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় কমে যাওয়ায় এ গরমে বেড়ে যায় লোডশেডিং। সকাল, ভোর কিংবা গভীর রাত- যখন তখন চলে যাচ্ছে বিদ্যুৎ। ঘণ্টার পর ঘণ্টা গ্রাহকদের ভুগতে হয় লোডশেডিংয়ের যন্ত্রণায়। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

নগরীর জেলরোডের পরীক্ষার্থী অমি রহমান বলেন, একদিকে প্রচণ্ড গরম। অন্যদিকে রাত দিন সমানতালে লোডশেডিং। এ অবস্থায় পরীক্ষার প্রস্তুতি তো দূরের কথা সুস্থ থাকাটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এদিকে, বিউবো সূত্র জানায়, সিলেট মহানগরীতে পাঁচটি ডিভিশনে ১৩টি সাবস্টেশন রয়েছে। তাপমাত্রা বেশি থাকার কারণে প্রায়ই ফিউজ পড়ে যাওয়া, তার ছিঁড়ে পড়াসহ নানা ধরনের সমস্যা হচ্ছে। এর মধ্যে কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে।

কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মিজানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কুমারগাঁও কেন্দ্র থেকে সরবরাহ বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর চেষ্টা চলছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আবদুর রশিদ জানান, ছুটির দিন ছাড়া তার জোনে প্রতিদিনের চাহিদা ১১৩ মেগাওয়াট। কয়েকদিন থেকে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় লোডশেডিং করতে হচ্ছে। এতে গ্রাহকরা দুর্ভোগে পড়েছেন।

বিউবো সিলেটের প্রধান প্রকৌশলী আবদুল কাদির জানান, সিলেটে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৭০০ মেগাওয়াট থাকলেও ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে মিলছে ৫০০ মেগাওয়াট। ফলে প্রতিদিন ঘাটতি থাকছে ২০০ মেগাওয়াট। এতে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। কুমারগাঁও স্টেশন বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে সিলেটের বিদ্যুৎ সরবরাহে। এ ছাড়া বিদ্যুতের ভোল্টেজ স্থিতিশীল রাখাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

আমার বার্তা/এল/এমই

গজারিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল ও সমাবেশ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা বিএনপি ও সহযোগী

লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বুড়িমারি রুটে রেল যোগাযোগ বন্ধ

লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে

এনসিপিতে যোগ দেওয়া ৩ নেতা বহিষ্কার করল যুবলীগ

কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হয়েছেন

জোয়ারের আঘাতে লন্ডভন্ড সেন্ট মার্টিন, ১১ হোটেল-রিসোর্ট ক্ষতিগ্রস্ত

নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উঁচু উঁচু ঢেউ এসে আঘাত হানছে উপকূলে। গত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ে দুই রিং, চোখে অশ্রু- শ্বশুরের পাশে মানবতার আরেক নাম আলমগীর

জুলাই সনদের খসড়া প্রকাশ, পাঠানো হয়েছে রাজনৈতিক দলকে

মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তির সব তথ্য প্রকাশ করতে হবে

একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে আমরা উদ্বিগ্ন

চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: মির্জা ফখরুল

গজারিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল ও সমাবেশ

পূর্বাচলে ১৪৪ একর বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ ১৫৫ অবৈধ ঘর

পোশাকখাতে সহযোগিতায় বিজিএমইএ সভাপতির সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড-বিষয় পরিবর্তনের আবেদন শুরু ১ আগস্ট

এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছি: নীলা ইস্রাফিল

শিল্পখাতে জ্বালানি দক্ষতা বাড়াতে অভ্যাসগত পরিবর্তনের তাগিদ

মৃত্যুর সময় মানুষের যা অনুভব হয়

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

যে ৫টি খাবার শিশুর খাদ্য তালিকা থেকে বাদ দিবেন

পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

নকল ওষুধ চিনবেন যেভাবে

যত প্রভাবশালীই হোক চাঁদাবাজদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসলামিক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও