ই-পেপার মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্রাজেডি: নিজ গ্রামে দাফন করা হল মাসুমা বেগমকে

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৫, ১৪:২৪

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা মাসুমা বেগমকে (৩৬) ভোলায় নিজ গ্রামে দাফন করা হয়েছে।

তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়িতে।

রোববার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোড়ালিয়া গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান উজ্জামানসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।

জানাজা শেষে রুন্দি বাড়ির (শ্বশুর বাড়ি) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাসুমা ওই বাড়ির সেলিম রুন্দির স্ত্রী।

এর আগে গত শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাসুমার স্বামী মো. সেলিম বলেন, আমার স্ত্রী মাসুমা বেগম উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। অভাবের তাড়নায় আমাদের বিয়ের পরপরই ঢাকায় চলে যাই। দুই ছেলে-মেয়েকে নিয়ে আমরা উত্তরার নয়ানগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতাম। গত ২১ জুলাই দুপুরে স্কুল চত্বরে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

সেই আগুনে মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। সেদিন স্কুলটি ছুটি হওয়ার পর মাসুমা বাচ্চাদের নিয়ে বের হচ্ছিল, এমন সময় দুর্ঘটনাটি ঘটে। ইচ্ছে করলে সে বের হয়ে নিজের জীবন রক্ষা করতে পারত। কিন্তু আমাদেরও বাচ্চা আছে, সে চিন্তা করে স্কুলের অন্য বাচ্চাদের বাঁচাতে গিয়ে মাসুমা আগুনে দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে মাসুমা মৃত্যুবরণ করেন। এছাড়া তিনি তার স্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে মাসুমা বেগমের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান উজ্জামান। এছাড়া শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এছাড়া মাসুমার পরিবারের পাশে থেকে সহযোগিতার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো.হাফিজ ইব্রাহিম।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে এর আগে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলাম নীরব ও তাহমিনা দম্পতির দুই সন্তান মাইলস্টোনের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নাজিয়া তাবাসসুম নিঝুম ও তৃতীয় শ্রেণির ছাত্র আরিয়া নাশরাফ নাফি। সর্বশেষ মৃত্যুবরণ করেন প্রতিষ্ঠানটির অফিস সহকারী মাসুমা বেগম। এ নিয়ে মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ হারালেন দুই শিশুসহ ভোলার ৩ জন।

আমার বার্তা/এল/এমই

পূর্বাচলে ১৪৪ একর বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ ১৫৫ অবৈধ ঘর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের ১৪৪ একর বনভূমি, ১৫৫ ঘর উচ্ছেদ

মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতাল থেকে আরও দুজনকে দেওয়া হলো ছাড়পত্র

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে

মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া কুমিল্লার কিশোর মাহতাব রহমান

মাইলস্টোন স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকেই কিছু বিভ্রান্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ে দুই রিং, চোখে অশ্রু- শ্বশুরের পাশে মানবতার আরেক নাম আলমগীর

জুলাই সনদের খসড়া প্রকাশ, পাঠানো হয়েছে রাজনৈতিক দলকে

মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তির সব তথ্য প্রকাশ করতে হবে

একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে আমরা উদ্বিগ্ন

চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: মির্জা ফখরুল

গজারিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল ও সমাবেশ

পূর্বাচলে ১৪৪ একর বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ ১৫৫ অবৈধ ঘর

পোশাকখাতে সহযোগিতায় বিজিএমইএ সভাপতির সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের বৈঠক

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড-বিষয় পরিবর্তনের আবেদন শুরু ১ আগস্ট

এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছি: নীলা ইস্রাফিল

শিল্পখাতে জ্বালানি দক্ষতা বাড়াতে অভ্যাসগত পরিবর্তনের তাগিদ

মৃত্যুর সময় মানুষের যা অনুভব হয়

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

যে ৫টি খাবার শিশুর খাদ্য তালিকা থেকে বাদ দিবেন

পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

নকল ওষুধ চিনবেন যেভাবে

যত প্রভাবশালীই হোক চাঁদাবাজদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসলামিক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও