মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে তিনি এই পরিদর্শনে যান।
গত ২১ জুলাই সংগঠিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ১৬ শিক্ষার্থী সেখানে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে ছাত্রী ১০ জন এবং ছাত্র ৬ জন। চিকিৎসাধীন ১৬ জনের মধ্যে ২ জনের অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন এবং কর্তব্যরত চিকিৎসকরা স্বাস্থ্য সচিবকে আহতদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো অবহিত করেন।
পরিচালক জানান, চিকিৎসাধীন অনেককেই একাধিকবার অপারেশন করতে হয়েছে ও একাধিকবার আইসিইউতে নিতে হয়েছে।
স্বাস্থ্য সচিব চিকিৎসা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজন অনুয়ায়ী যথাযথ চিকিৎসা দেয়া অব্যাহত রাখার নির্দেশনা দেন।
উল্লেখ্য, মাইলস্টোন বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে যে ৫৭ জন আনা হয়েছিল তার মধ্যে এ পর্যন্ত ২০ জন মৃত্যুবরণ করেছেন, ১ জনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে, ২০ জনকে চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়েছে এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন আছে।
আমার বার্তা/এল/এমই