বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর স্মরণীয়ভাবে আয়োজন করতে চাইলেও বিতর্ক এড়াতে পারেনি বিসিবি। তবে পুরোনো সেই ব্যর্থতা ও সমালোচনাকে পাশ কাটিয়ে বিপিএলকে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
যার অংশ হিসেবে গতকাল (সোমবার) তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো জ্যেষ্ঠ ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। নিজেদের ভুল শুধরে বিসিবি বিপিএলকে বদলে দিতে চায়।
গতকাল মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় ভিডিও কলে তাদের সঙ্গে শ্রীলঙ্কা থেকে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত–ও।
একদিন পর আজ (মঙ্গলবার) বিপিএল মানোন্নয়নের জন্য ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবির কর্তারা। বৈঠকে বিপিএলের মান বাড়াতে কী করা যায়, সে বিষয়ে বিসিবি কর্তাদের নিজেদের মতামত জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।
বিসিবির পক্ষ থেকে সভায় ছিলেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম, মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। বিপিএল নিয়ে তারা সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ নোট নিয়েছেন এবং পর্যালোচনা করেছেন।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহবুব আনাম জানান, আগের বিপিএলের সব বিতর্ক থেকে এবার বেরিয়ে আসতে চায় বিসিবি। সেই কারণেই ক্রিকেটার এবং সাংবাদিকদের কাছ থকে পরামর্শ নেওয়া হয়েছে। দুই দলের কাছ থেকেই বেশ ভালো পরামর্শ এসেছে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক।
আমার বার্তা/এমই