কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পলিটিক্যাল পার্টি করে ঐতিহ্যকে ম্লান করে দেবেন? রাজনীতি করতে চান বিশ্ববিদ্যালয় ছেড়ে এসে পলিটিক্যাল পার্টির কর্মী হয়ে মিটিং মিছিল করেন। সেখানে এমপি হন, মন্ত্রী হন, স্পিকার হন কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসান।
সোমবার (১৪ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুল যে রাজনীতির কেন্দ্র আমি এর বিরোধী। এটা গবেষণা ও শিক্ষার কেন্দ্রবিন্দু হওয়া উচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই যোগ্যতা আছে কিন্তু সেই পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে থেকে এত নোংরা পলিটিক্স কেন? শিক্ষক সমিতির নেতা হওয়ার জন্য, ডিন হওয়ার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্য। পৃথিবীর কোনো দেশে এমন নেই। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই।
খালিদ হাসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দুর্বৃত্তদের অভয়ারণ্য, কোন আমলে ছাত্রত্ব শেষ হয়েছে এখনো হল দখল করে আছে, প্রশাসন তার কিচ্ছু করতে পারে না। আমাদের এই চিত্র বদলাতে হবে। পৃথিবীর কোনো দেশে এমন চিত্র নেই।
এদিন প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এবং শওকত আলী নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ উপাচার্য ( একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
আমার বার্তা/এমই