ই-পেপার মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

১১৪ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিং

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৫, ১৬:৩৮
আপডেট  : ১৫ জুলাই ২০২৫, ১৬:৪৮

প্রথম বিশ্বযুদ্ধ শুরুর তিন বছর আগে জন্ম হয়েছিল ফৌজা সিংয়ের। জন্মের ঠিক ১০০ বছর পর ২০১১ সালে ম্যারাথনে দৌড় সম্পন্ন করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন তিনি।

গতকাল সোমবার (১৪ জুলাই) সড়ক দূর্ঘটনায় ১১৪ বছর বয়সে মারা গেছেন তিনি।

সবচেয়ে বেশি বয়সে ম্যারাথন সম্পন্ন করা ফৌজা সিং গতকাল পাঞ্জাবের জলন্ধর জেলায় নিজগ্রাম বিয়াসের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। এ সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারাত্মক আঘাত পান এই কিংবদন্তি দৌড়বিদ। পরে বার্তা সংস্থা পিটিআই তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

'টার্বানড টর্নেডো' খ্যাত ফৌজা গত পহেলা এপ্রিল ১১৪তম জন্মদিন পালন করেন। ১৪ বছরের ক্যারিয়ারে (২০০-২০১৩) মোট ৯টি পূর্ণ ম্যারাথন (একটি পূর্ণ ম্যারাথনে ২৬.২ মাইল বা ৪২.১৯৫ কিলোমিটার দৌড়াতে হয়) সম্পন্ন করেছেন তিনি। এই দৌড়বিদ অ্যাডিডাসের ‘ইম্পসিবল ইজ নাথিং’ প্রচারাভিযানের মুখপাত্র হন, যেখানে আরও ছিলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলি এবং ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম।

১৯১১ সালের এপ্রিলে বিয়াসের এক কৃষক দম্পতির ঘরে জন্ম ফৌজা সিংয়ের। চার সন্তানের সর্বকনিষ্ঠ ছিলেন তিনি। স্ত্রী গিয়ান কৌরের মৃত্যুর পর ১৯৯৩ সালে এক ছেলের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। কিন্তু করোনা মহামারির সময় দেশে ফিরে যান তিনি। কয়েক বছর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শৈশবে পা দুটি বেশি চিকন থাকায় হাঁটতে পারতেন না তিনি, 'শৈশবে আমি খুবই দুর্বল ছিলাম। পাঁচ বছর বয়স পর্যন্ত আমার হাঁটতে সমস্যা হতো কিন্তু এরপর আমি ক্ষেতে সময় কাটাতে শুরু করলাম এবং আমার পরিবারের সাহায্য আর ওয়াহেগুরুর (শিখধর্মে স্রষ্টার নাম) কৃপায় আমি হাঁটতে শুরু করলাম।'

ইংল্যান্ডে থাকার সময়, ফৌজা ইলফোর্ডে নিজের বাড়ির আশেপাশের পাবলিক পার্কে দীর্ঘ পথ হাঁটা ও দৌড়ানো শুরু করেন। পরে ম্যারাথন কোচ হরমন্দর সিংহের সঙ্গে পরিচয়ের পর, তিনি ২০০০ সালের এপ্রিল মাসে ৮৯ বছর বয়সে লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ করেন এবং ৬ ঘণ্টা ৫৪ মিনিটে দৌড় শেষ করেন, যা সিনিয়র বয়স ক্যাটাগরিতে আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ৫৮ মিনিট কম।

ইংল্যান্ড থেকে টেলিফোনে হরমন্দর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'লন্ডন ম্যারাথনের আগেও তিনি যেকোনো আবহাওয়াতেই অনুশীলন করতেন। ‘ব্লিস’ নমের একটি চ্যারিটি সংস্থা ছিল, যা নবজাতকদের জন্য অর্থ সংগ্রহ করত এবং তার পুরো কর্মজীবনে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চ্যারিটি সংস্থাকে সমর্থন দিয়ে গেছেন।'

তিনি আরও বলেন, 'ফৌজা সিংয়ের সঙ্গে আমার প্রথম সাক্ষাতের সময় সে জানত না ম্যারাথন ৪২.১৯৫ কিলোমিটার দীর্ঘ হয়। সে সাধারণত ২০ কিলোমিটার দীর্ঘ দৌড়ে অংশ নিত। সে অনুশীলনের জন্য আমার সঙ্গে দেখা করতে এসেছিল স্যুট পরে, তখন আমি তাকে আমার ট্র্যাকসুট দিয়ে দিই। মাত্র ছয় মাসের মধ্যেই সে ২০০০ সালের এপ্রিলে নিজের প্রথম লন্ডন ম্যারাথন দৌড়ায়। এরপরের ১১ বছরে সে নয়টি ম্যারাথনে অংশ নেয়, যা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ম্যারাথন দৌড়বিদে পরিণত করে। তার এই চলে যাওয়া শুধু দৌড় জগতেরই নয়, বরং পুরো বিশ্বেরই অপূরণীয় ক্ষতি।'

২০০০ সাল থেকে ফৌজা লন্ডন ম্যারাথনে ছয়বার, টরেন্টো ম্যারাথনে দুইবার এবং নিউইয়র্ক ম্যারাথনে একবার দৌড়েছেন।

বিখ্যাত লেখক খুশবন্ত সিং 'টারবানড টর্নেডো' নামে ফৌজার জীবনি লিখেছেন। এই দৌড়বিদের স্মরণে লিখেছেন, 'বাবা এই দুনিয়াকে সবসময়ই কিছু না কিছু দিয়েছেন। সে পৃথিবীজুড়ে দাতব্য কাজে সহযোগিতা করেছে। ২০০৫ সালে আমি প্রথমবারের মতো তাকে দেখি যখন আমি 'শিখ আনলিমিটেড' বইটা লিখছিলাম। সে সময়ে সেটা ছিল বিশাল ব্যাপার, যখন তিনি অ্যাডিডাসের প্রচারণার পোস্টার বয় হন। ২০১১ সালে লন্ডনের হাউস অফ লর্ডসে যখন আমরা তার জীবনী প্রকাশ করি, ফৌজা বাবা খুবই উচ্ছ্বসিত ছিলেন, কারণ তার গল্প এখন সারা বিশ্বে পৌঁছাবে। তার অসাধারণ কৃতিত্বের মাধ্যমে তিনি নিজের নাম ইতিহাসে লিখে ফেলেছেন। একবার আমরা অস্ট্রেলিয়ায় ছিলাম, সেখানে মানুষ তাকে ডলার দিয়ে সম্মান জানায়। তিনি সেই সব টাকা সংগ্রহ করে গুরুদুয়ারার ‘গোলক’-এ (দানের বাক্সে) দিয়ে দেন।'

২০১৫ সালে ফৌজা ক্রীড়া এবং দাতব্য কাজে তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ এম্পায়ার মেডেল (British Empire Medal) লাভ করেন। তিনি লন্ডন অলিম্পিকের মশালবাহকদেরও একজন ছিলেন।

২০১১ সালে, ১০০ বছর বয়সে ফৌজা টরন্টো ম্যারাথনে অংশ নেন এবং ৮ ঘণ্টা ১১ মিনিটে দৌড় শেষ করেন। পরের বছর, ২০১২ সালে তিনি লন্ডনে নিজের শেষ পূর্ণ ম্যারাথনে অংশ নেন এবং সময় নেন ৭ ঘণ্টা ৪৯ মিনিট ২১ সেকেন্ড। এরপর তিনি ১০ কিমি ক্যাটাগরিতে ম্যারাথনে অংশ নিতে থাকেন, যার মধ্যে ২০১৩ সালে হংকং ইভেন্টটি ছিল তার শেষ আন্তর্জাতিক অংশগ্রহণ।

ফৌজা সিংহ একবার লাহোর ম্যারাথনের ১০ কিমি ক্যাটাগরিতেও অংশগ্রহণ করেন এবং তার এই অসাধারণ কৃতিত্বের জন্য তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভূয়সী প্রশংসা করেন।

আমার বার্তা/এল/এমই

বিপিএল উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে বিসিবির মতবিনিমিয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর স্মরণীয়ভাবে আয়োজন করতে চাইলেও বিতর্ক এড়াতে পারেনি বিসিবি। তবে

বাংলাদেশের এক ক্লাবের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশনা

‘নতুন’ বিপিএলের চেষ্টায় বিসিবি, পরামর্শ দিলেন তামিম-মুশফিকরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর স্মরণীয়ভাবে আয়োজন করতে চাইলেও, বিতর্কতায় মোড়ানো টুর্নামেন্ট করেছে বিসিবি।

৭০ বছরের রেকর্ড, মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

আর মাত্র এক রান কম করলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড গড়া হয়ে যেতো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃধর্মীয় সংলাপে যোগ দিতে ইউনূসকে আমন্ত্রণ

হাউজবোট ওনার্স এসোসিয়েশন এর উদ্যোগে নীলাদ্রী লেক পরিচ্ছন্নতা অভিযান

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষিবিদদের বিক্ষোভ সমাবেশ

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি: সালাহউদ্দিন

বিপিএল উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে বিসিবির মতবিনিমিয়

ব্রুনাই সুলতান হাজী হাসানাল বলকিয়ার ৭৯তম জন্মদিন আজ

চাকরি হারালেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি ওয়াসেক

গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তন নয়: বিএনপি

ডিএমপির জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা: গাজীপুর থেকে আসামি গ্রেপ্তার

সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির সুপারিশে ক্ষুব্ধ মহিলা পরিষদ

তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট হলেও অসঙ্গতি নিয়ে আপিল করব: বদিউল

দ্বিকক্ষ সংসদ-সংবিধান সংশোধনে ঐকমত্যে পৌঁছায়নি দলগুলো

বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া

জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার

১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই

সংবিধান ইস্যুতে ঐকমত্য নয়, কমিশনের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেবে বিএনপি

শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে : ধর্ম উপদেষ্টা

বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে ক্যাম্পাসের নতুন রূপ