মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সায়ান ইউসুফের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সায়ানের বাড়িতে যান বিমান বাহিনীর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।
এ সময় তারা নিহত সায়ানের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করেন। পরে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটির উইং কমান্ডার মো. রেজাউল হক।
বিমান বাহিনীর পক্ষ থেকে নিহত পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
সায়ানের বাবা এ এফ এম ইউসুফ গণমাধ্যমকে বলেন, ‘এমন দুর্ঘটনা যেন আর কারো জীবনে না আসে। আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
সায়ানের স্বজনরা তার স্মৃতিরক্ষায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।
বিমান বাহিনীর উইং কমান্ডার মো. রেজাউল হক বলেন, ‘মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি বিমান বাহিনী প্রধানসহ আমরা সবাই গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা খুবই ব্যথিত। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উন্নত চিকিৎসার ব্যবস্থাও আমরা দেখব।’
তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনার পর একটি সহায়তা সেল গঠন করা হয়েছে। সিএমএইচ ও বার্ন ইউনিটের সমন্বয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। একইসঙ্গে সরকারের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমার বার্তা/এল/এমই