খুলনার রুপসা উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ হাওলাদারকে (৪৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৬ জুলাই) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় র্যাব-৬ ও র্যাব-১১-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সোহাগ হাওলাদার খুলনার রুপসা উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত সাব্বির (৩২) ভাঙারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সোহাগসহ অন্যান্য আসামিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ব্যবসা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ২৬ জুন রাতে রুপসার রাজাপুর এলাকায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, সোহাগ হাওলাদারের নির্দেশেই অন্যান্য আসামিরা সাব্বিরকে এলোপাতাড়ি গুলি করে হত্যার পর পালিয়ে যায়।
পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে রুপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর থেকেই র্যাব-৬ বিষয়টি ছায়া তদন্তের আওতায় নেয় এবং আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালায়।
গ্রেফতার হওয়া সোহাগ হাওলাদারকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আমার বার্তা/এল/এমই