নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে স্বামী বিল্লাল শেখের (৩৩) পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রী রুমা বেগমের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রুমা বেগমকে আটক করেছে।
শনিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল শেখকে পরিবারের লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে বিল্লাল শেখের সঙ্গে রুমা বেগমের বিয়ে হয়। তাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়া সন্দেহ থেকে রুমা বেগম এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৭ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন বিল্লাল শেখ সাংবাদিকদের বলেন, “রাতে ঘুমিয়ে ছিলাম। রাত ১টার দিকে স্ত্রী বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে। ঠেকাতে গিয়ে আমার হাতও কেটে যায়। আমার ওখানে ১২-১৪টি সেলাই লেগেছে।” তবে পরকীয়া নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি তা অস্বীকার করেন এবং বলেন, “কোনো কারণ নেই, এমনি এমন করেছে। আমি মামলা করবো।”
অভিযুক্ত রুমা বেগমকে আটক করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পরই রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আমার বার্তা/এল/এমই