জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদের নির্বাচন করে যাদের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ও দাবি বাস্তবায়ন করা হয়। এই নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।
নির্বাচন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে ভোটের প্রস্তুতি সমন্বয় করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই