নীলফামারীর ডিমলায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা কর্মরত সকল পেশাজীবি সাংবাদিকবৃন্দ। রবিবার (১০ আগষ্ট) দুপুরে ডিমলা স্মৃতি অম্লান চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ময়েন কবীর, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সহিদুল ইসলাম, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান সবুজ, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি আবু মোতালেব হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি রেজওয়ান ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি জামান মৃধা, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি হাবিবুল হাসান হাবিব, , দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিভাগীয় ক্রাইম রিপোটার আতিকুল ইসলাম, দৈনিক বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি নয়ন ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি বাদশা প্রামানিক, দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন নাগর, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আমিনুর ইসলাম দুলাল, দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী সানু, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মাসুদ রানা বকুল সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
গত বৃহস্পতিবার (৭আগস্ট) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটের ভিতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুরের স্ট্যাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি এক স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়েও গলা কেটে হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার দাবী জানাচ্ছি। এদেশে সাগর-রুনী হত্যাসহ দেশের অসংখ্য সাংবাদিক হত্যাকান্ডের আজও বিচারের মুখ দেখেনি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়েও গলা কেটে হত্যা করা হয়নি বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার ওপর সরাসরি হামলা করা হয়েছে। এভাবে সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা চলতে থাকলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। সাংবাদিকসহ সাধারন মানুষের নিরাপত্তা আজ হুমকির মুখে। মানববন্ধনে রাষ্ট্রীয় ভাবে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান সাংবাদিকরা।