চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের সামনে (৭ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যার আগমুহূর্তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, নিহত ব্যক্তির মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়। এখনও পর্যন্ত গাড়ির নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রত্যক্ষদর্শীরা গাড়ির নম্বর শনাক্ত করতে সাহায্যের আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন করুণ মৃত্যুকে ‘সন্ধ্যার অন্ধকারে একটি মায়ের কোল খালি হয়ে গেল’ বলে অভিহিত করেছেন।
এদিকে, সীতাকুণ্ড হাইওয়ে থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়ির মালিক ও চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।