ই-পেপার সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত হওয়ায় উচ্ছ্বাসে পর্যটক আর জেলেরা

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩
আপডেট  : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে উন্মুক্ত হলো সুন্দরবন। জুন, জুলাই ও আগস্ট মাসে প্রজনন মৌসুমে পর্যটক ও জেলেদের প্রবেশ বন্ধ থাকায় সজীব হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটি। নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে বন উন্মুক্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের জেলে, বনজীবী ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে স্বস্তি।

নিষেধাজ্ঞার সময়ে বিশ্রাম নিয়ে যেন নতুন সাজে সেজেছে সুন্দরবন। ঘন সবুজে ঢাকা গেওয়া, গোলপাতা, সুন্দরী ও কেওড়া গাছের সারি মনোমুগ্ধকর রূপে সাজিয়েছে বনটিকে। করমজল, হারবাড়িয়া, কটকা, দুবলা, কচিখালী, নীলকমল, কালাবগী ও শেখেরটেকসহ সব পর্যটন কেন্দ্র নতুনভাবে প্রস্তুত। নদীর জোয়ার-ভাটার খেলায় পানির রঙে আভা খেলে যায়, ভোরের কুয়াশায় ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকে রহস্যময় দৃশ্য।

ঝাঁকে ঝাঁকে চিত্রা হরিণের অবাধ বিচরণ, বনের ভেতর থেকে ভেসে আসা হুতুম পেঁচার ডাক, গাছের ডালে ডালে রঙিন পাখির কিচিরমিচির পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মিলতে পারে বিরল প্রজাতির রয়েল বেঙ্গল টাইগারেরও। পাশাপাশি গাঙচিল, মাছরাঙা, বক, কর্কশ ডাকের কাকাতুয়া থেকে শুরু করে বিভিন্ন পাখির সান্নিধ্যে জেগে ওঠে পুরো বন।

নিষেধাজ্ঞা শেষে পর্যটন মৌসুমকে সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে জাহাজ, লঞ্চ, ট্রলার ও স্পিডবোট। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, এবার মৌসুমে দেশি-বিদেশি ভ্রমণকারীর সংখ্যা আরও বাড়বে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, ‘আমরা পর্যটকদের স্বাগত জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। পরিবেশ রক্ষায় বন বিভাগের নির্দেশনা মেনে চলা হচ্ছে। ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নৌযানগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।’

নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পেরে কষ্টে ছিলেন জেলেরা। এখন তারা নতুন আশায় বনে ফিরতে প্রস্তুত।

খুলনার দাকোপের জেলে নুর ইসলাম বলেন, তিন মাস আয়-রোজগার একেবারেই বন্ধ ছিল। ঋণ করে সংসার চালাতে হয়েছে। এখন আবার নদীতে নামতে পারবো—এই স্বস্তিই বড়।

একইভাবে সাতক্ষীরার জেলে শিরাজুল গাজী বলেন, নৌকা আর জাল মেরামত করেছি। এবার মাছ পেলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো।

সুন্দরবন বন বিভাগের খুলনা রেঞ্জের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার কারণে বন ও জীববৈচিত্র্যে ইতিবাচক প্রভাব পড়েছে। হরিণ ও অন্যান্য প্রাণীর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে মাছ ও কাঁকড়ার প্রজননও সুরক্ষিত হয়েছে। পর্যটক ও জেলেদের প্রবেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিবেশ রক্ষা, বর্জ্য নিয়ন্ত্রণ ও জীবনরক্ষাকারী জ্যাকেট ব্যবহার নিশ্চিত করতে কড়াকড়ি আরোপ করা হবে।

প্রতিবছর প্রায় দুই লাখ দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন। এ খাত থেকে বছরে চার কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে বন বিভাগ। পাশাপাশি মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের জীবিকা নির্ভর করে এই বনের ওপর।

পরিবেশবিদরা বলছেন, পর্যটন বাড়লেও পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। বনের ভেতর প্লাস্টিক ব্যবহার, শব্দ দূষণ, এবং নির্বিচারে কাঠ সংগ্রহ বন্ধ না হলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। তাই তারা সবাইকে দায়িত্বশীল ভ্রমণের আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে নতুন মৌসুমে সুন্দরবন খুলে দেয়ায় জেলে, বনজীবী ও পর্যটকদের জন্য সুযোগ সৃষ্টি হলেও প্রকৃতির এই অনন্য সম্পদ রক্ষায় সতর্কতা ও সচেতনতা সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে।

আমার বার্তা/এল/এমই

দীর্ঘ তিন মাস বন্ধের পর খুলছে সুন্দরবনের দ্বার

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের প্রবেশ দ্বার। সোমবার (১

ঢাকার আকাশে কখনও রোদ কখনও বৃষ্টির খেলা

রাজধানী ঢাকায় আজ রোববার সকাল থেকেই কখনো রোদ, কখনো বৃষ্টি। আকাশ এই মেঘলা, তো এই

খাদ্য ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে

মঙ্গলবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২ জন

ডাকসু: প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, আছে কঠোর নির্দেশনা

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী চেতনা ধরে রাখার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটাবে

বিশ্ববাজারে বেড়েছে টিন ও অ্যালুমিনিয়ামের দাম, কমছে পলিইথিলিন-বিটুমিনের

চীনে একই গাড়িতে পুতিন-মোদি

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক সিনিয়র সচিব জিয়াউলকে

পায়রার ভাঙনে ‘মানচিত্র থেকে’ বিলীনের পথে চান্দখালী গ্রাম

এবার ৬ দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে নারীর কাটা লাশ উদ্ধার

বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হলেও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: ফখরুল

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আটক

নুরকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হবে: ঢামেক পরিচালক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫০০ জন

দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলামের তারিখ নির্ধারণ

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে প্রাণ গেল শ্বশুরের

অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা