ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় রেল লাইনের আন্ডারপাসের পাশে এক নারীর কাটা লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে শ্রীনগর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে লাশটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে পড়ে আছে। তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আমার বার্তা/এল/এমই