বিশ্ববাজারে কমেছে শিল্পপণ্য বিটুমিন ও পলিইথিলিনের দাম। ঊর্ধ্বমুখী রয়েছে টিন ও অ্যালুমিনিয়ামের দাম। তবে অপরিবর্তিত রয়েছে কোবাল্টের দাম।
সড়কসহ টেকসই অবকাঠামো নির্মাণে দরকার হয় বিটুমিনের। প্রয়োজনীয় এই শিল্পপণ্যটির বিশ্ববাজার বর্তমানে নিম্নমুখী।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শিল্পপণ্যটি প্রতি মেট্রিক টন বেচাকেনা হয়েছে ৪৮৯ ডলার ২৯ সেন্টে। এক মাসের ব্যবধানে দাম কমেছে ১ দশমিক ১৬ শতাংশ।
দাম কমেছে আরেক শিল্পপণ্য পলিইথিলিনেরও। এক মাসের ব্যবধানে দেড় শতাংশ দাম কমে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে ১ হাজার ২২ ডলার ৪৭ সেন্টে।
এদিকে, মাস ব্যবধানে শূন্য দশমিক ৫ শতাংশ দাম বেড়েছে অ্যালুমিনিয়ামের। প্রতি টন বর্তমানে বিক্রি হচ্ছে ২ হাজার ৬২০ ডলার ১৫ সেন্টে।
উর্ধ্বমুখী রয়েছে টিনের দামও। এক মাসের ব্যবধানে ৩ দশমিক ২৯ শতাংশ বেড়ে প্রতি মেট্রিক টন টিন বিক্রি হচ্ছে ৩৪ হাজার ৮০২ ডলারে। তবে শিল্পপণ্যের বিশ্ববাজারে অপরিবর্তিত রয়েছে কোবাল্টের দাম।
আমার বার্তা/এল/এমই