ই-পেপার বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

বাফুফের সভায় উঠছে গঠনতন্ত্র সংশোধনের খসড়া

আমার বার্তা অনলাইন:
১৮ আগস্ট ২০২৫, ১৯:৪১

২৩ আগস্ট শনিবার বাফুফে চতুর্থ নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় ১১ আলোচ্যসূচির মধ্যে গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত একটি বিষয় রয়েছে। বাফুফে গঠনতন্ত্র সংস্কারের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছিল। সেই কমিটির খসড়া প্রতিবেদন ২৩ আগস্টের সভায় উত্থাপন হবে।

গত বছর ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তার প্রাথমিক প্রতিক্রিয়াকেই বাফুফে গঠনতন্ত্র সংস্কারকে গুরুত্ব দিয়েছিলেন। ৯ নভেম্বর কার্য নির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র সংশোধনের জন্য তিন মাস মেয়াদের একটি তিন মাসের কমিটি গঠন হয়েছিল। সেই কমিটি ফিফার সঙ্গে আলোচনা করে বাফুফের গঠনতন্ত্রের নতুন খসড়া দাড় করিয়েছে। নির্বাহী সভায় আলোচনা ও অনুমোদনের পর সেটা বার্ষিক সাধারণ সভায় উঠাতে হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।

দেশের অন্যতম শীর্ষ দুই ক্রীড়া সংগঠন বিসিবি ও অলিম্পিক এসোসিয়েশনেও গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নিয়েছিল। বিসিবি গঠনতন্ত্র সংস্কারে কিছুটা পথ হাটার পরই ঢাকার ক্লাব ক্রিকেট সংগঠকদের তীব্র সমালোচনার মুখে আটকে যায়। আসন্ন বিসিবি নির্বাচনে সেই পুরনো গঠনতন্ত্রেই হওয়ার কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন গঠনতন্ত্র নিয়ে অনেকটা কাজই এগিয়েছে। এখন শুধু আইওসি’র ও সাধারণ সভায় অনুমোদনের অপেক্ষায়। নভেম্বরে বিওএ নির্বাচনের ঘোষণা হয়েছে। মাত্র দুই-তিন মাস সময় রয়েছে এর মধ্যেই নতুন গঠনতন্ত্র অনুমোদন করে নির্বাচন আয়োজন হবে নাকি বিদ্যমান গঠনতন্ত্রেই হবে এই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি।

বাফুফে গঠনতন্ত্র সংশোধন উদ্যোগ আনুষ্ঠানিকভাবে ৯ নভেম্বর নিলেও শেষ কবে নাগাদ হয় সেটাই দেখার বিষয়।

ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রেফারি। তাবিথ আউয়ালের কমিটি ইতোমধ্যে দশ মাস পার করলেও সেই রেফারিজ কমিটি এখনো হয়নি। মার্চে অনুষ্ঠিত তৃতীয় নির্বাহী কমিটির সভায় রেফারিজ কমিটি গঠন আলোচ্যসূচি থাকলেও সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়নি। ফলে চার মাস পর আরেক সভায় সেটি আবার উঠছে।

জুনে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি হোম ম্যাচ খেলেছে। সেই হোম ম্যাচের আয়-ব্যয়ের হিসাব নির্বাহী কমিটির সভায় উঠবে। পাশাপাশি ২০২৪ সালের অডিট রিপোর্টও অনুমোদনের জন্য উত্থাপিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবল ফেডারেশনকে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে জন্য ইতোমধ্যে ৫ কোটি টাকা প্রদান করেছে। সামনে আরো ৫ কোটি টাকা দেয়ার কথা রয়েছে। বিগত সময়ে বাফুফে সরকারের অর্থের প্রকৃত হিসাব না দেয়ার অভিযোগ রয়েছে। বাফুফের বর্তমান কমিটি সেই অপবাদ ঘুচতে এবার জাতীয় চ্যাম্পিয়নশিপের হিসাবের স্বচ্ছতার জন্য একটি আলাদা ব্যাংক হিসাব খুলতে চায়। এই ব্যাংক হিসাবের স্বাক্ষর কর্তৃপক্ষ বাফুফের মূল হিসাবের স্বাক্ষরকারীগণই (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও সাধারণ সম্পাদক) রাখার পরিকল্পনা রয়েছে।

বাফুফের প্রকিউরমেন্ট পলিসির পাশাপাশি ফিফা ফরোয়ার্ড ৩.০ এর সিএও-সংযোজন সম্পর্কে আলোচনা হবে। নির্বাহী কমিটির সকলকে আনুষ্ঠানিক চিঠি আকারে সভার চিঠি ও আলোচ্যসূচি সরবারহ করেছেন সাধারণ সম্পাদক। তবে এবারের চিঠিতে খানিকটা ভিন্নতা রয়েছে। সভাপতির নির্দেশনা ক্রমেই বাফুফেতে এতদিন আলোচ্যসূচি নির্ধারণ করতেন সাধারণ সম্পাদক। এবারই প্রথম নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে চিঠিতে উল্লেখিত বিষয়াদি ছাড়াও কোনো বিষয় এজেন্ডায় অর্ন্তভূক্ত করতে চাইলে ২০ আগস্টের মধ্যে জানাতে বলা হয়েছে। ২৩ আগস্ট শনিবার সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত সভার দিনক্ষণ চূড়ান্ত হলেও সভাস্থল অবশ্য ঠিক হয়নি। ইতোপূর্বে জলসিড়িতে জরুরি সভা হওয়ায় প্রতিবাদস্বরুপ এক নির্বাহী সদস্য সেই সভায় উপস্থিত হননি। এবার কমিটির অনেকেরই চাওয়া ফেডারেশনেই সভা করার।

আমার বার্তা/এমই

বিসিবি নির্বাচনে তামিমকে সমর্থন জানালেন সাবেক সভাপতি লবি

আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন। চলছে নানা জল্পনা-কল্পনা। কে হবেন বিসিবির সভাপতি এ নিয়ে ক্রীড়াঙ্গনে কৌতূহলের

একাদশে পাঁচ পরিবর্তন এনে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বেঞ্চের

বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন আমিনুল ইসলাম বুলবুল

মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তখন লম্বা

শেষ লড়াইয়ে হেরে না ফেরার দেশে কিশোরী ফুটবলার সুস্মিতা

প্রাণবন্ত হাসি, খেলার মাঠে দৌড়ঝাঁপ আর চোখভরা স্বপ্ন। সবকিছুই থেমে গেলো মাত্র ১৬ বছরে। মেহেরপুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানখারপুলে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ সেপ্টেম্বর

বিশ্ববাজারে নিম্নমুখী রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

স্ত্রীসহ জি এম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সর্বোচ্চ আদালতে প্রমাণিত তারেক রহমান নির্দোষ: কায়সার কামাল

শেখ হাসিনা পরিবারের প্লট দুর্নীতি মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

মাইলস্টোন ট্রাজেডি: আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব

হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ সেপ্টেম্বর

চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

শেয়াল ঠেকাতে বাগানে বৈদ্যুতিক তারে প্রাণ গেল গরু ও কৃষকের

সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ: কায়সার কামাল

ট্রাম্পের শুল্কে বিপর্যস্ত দিল্লি, প্রতিশোধ নয় নতুন বাজার খুঁজছে ভারত

কিডনি রোগ প্রতিরোধ করে এমন ৩ ফল

ভারত-চীন সম্পর্কে নতুন মোড় কী বার্তা দিচ্ছে পাকিস্তানকে

ভোটের দিন ও প্রচারে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তালাবদ্ধ ঘরে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ

সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব

সংসদ নির্বাচনের প্রচারণায় এক প্রার্থীর ২০টির বেশি বিলবোর্ড নয়

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো রাবি ছাত্রের