ই-পেপার বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

পুলিশ অকার্যকর, সরকারের অস্তিত্বই প্রশ্নের মুখে: মান্না

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৮

সব সংস্কারের আগে পুলিশ সংস্কারের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, কোনো এলাকায় পুলিশ কারও কথা শোনে না। সরকার বলে কিছু আছে? সাদা পাথর চলে যায়, বালু চলে যায়। সরকার ঠেকাতে পারে না।

মান্না বলেন, প্রফেসর ইউনূস তো বলেছিলেন, আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ সার্ভিস। আমি আজ ১৩ মাস পর সরকারকে জিজ্ঞাসা করতে পারি, কী অবস্থা এখন পুলিশের? পুলিশ কোন জায়গায় দায়িত্ব পালন করছে?

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, পুলিশের মধ্যে তো একটা ট্রমা আছে। ভয় পায়, কোথাও যেতে চায় না। সরকারের দায়িত্ব কী ছিল? সবার আগে পুলিশ ঠিক করা। এই যে সংস্কার নিয়ে একটা কথা বলেন, অন্যকিছু ১০ বছর থাকবে, না ১৫ বছর থাকবে। লোয়ার হাউজ না আপার হাউজ আগে ঠিক করেন। পুলিশ কবে ঠিক করবেন?

নির্বাচনের দিন নিরাপত্তাহীনতার শঙ্কা জানিয়ে তিনি বলেন, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন কী অবস্থা। প্রত্যেক জায়গায় স্থানীয় লোকজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হানাহানি, কেন? এতগুলো বছর অন্যায়ভাবে যারা ক্ষমতায় ছিল তাদের প্রশ্ন আনছি না। কিন্তু এই সরকার আসার পর এগুলো কেন? রাতের বেলা প্রক্টর, প্রো-ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছেন। সারাদেশের মানুষের কাছে বলছে, আমরা অসহায়, আমাদের বাঁচান। কেউ বাঁচাতে যায়নি। তাহলে একইভাবে ভোটের দিন ক্যান্ডিডেটদের পেটাতে থাকবে, ক্যান্ডিডেটদের মারতে থাকবে, বলবে আমাকে বাঁচান, কিন্তু কেউ বাঁচাতে পারবে না।

তিনি বলেন, আমরা তার (ড. ইউনূস) সঙ্গে দেখা করে প্রস্তাব করলাম যে, আপনার উচিত হবে সব পার্টিকে নিয়ে একটা কাউন্সিল করা। যখন যখন দরকার বসবেন, কথা বলবেন। ক্রাইসিস হবে, তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেভাবে দেশ চালাবেন। কিন্তু একদিনও সেটি করলেন না। যখন ক্রাইসিস হয় তখন শুধু আমাদের ডাকেন।

ড. ইউনূসের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে মান্না বলেন, প্রফেসর ইউনূসকে আমি বলি, ওইরকম করে আপনার দৃঢ়তা দেখার তো কোনো দরকার নেই যে ‘নির্বাচন হবেই’। আরে আপনি বললেই তো হবে না। আপনি বললেই তো পাথর আটকাতে পারেন না, বালু আটকাতে পারেন না, ধর্ষণ আটকাতে পারেন না। কারণ আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট শব্দটাকে মূলত ওভাবে জানেনও না। কারও ওপর আপনার নিয়ন্ত্রণ নেই।

তিনি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়ে বলেন, আলাদা করে তিন দল, আলাদা করে সাত দলকে ডাকা রেখে একবারে সব দলকে ডাকেন। ডেকে বলেন, এটা হলো বাংলাদেশের চিত্র। আমি চাই আপনারা আমাকে সাহায্য করেন যেন এই ভোটটা আমি করতে পারি। শুধু রাজনৈতিক দল নয়, যত স্টেকহোল্ডার আছে, আর্মি, পুলিশ সবাইকে ডেকে কথা বলেন।

গ্রামগুলোতে নির্বাচনের হওয়া বইছে মন্তব্য করে মান্না বলেন, কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের, ওই ষড়যন্ত্র জায়গা পাবে না। তারা সম্ভবত জানে না, গ্রাম এলাকায় নির্বাচনের বাতাস বইছে, ঢেউ তৈরি হয়ে গেছে। এখনই মানুষ নির্বাচন নিয়ে কথাবার্তা বলে। আমি মনে করি, বাংলাদেশের এই অগ্রগতিটা হয়েছে যে, মানুষ এখন রাজনীতিটা বুঝতে চায়, সংস্কার বুঝতে চায়। কীভাবে দেশের ভালো হয় সেটি বুঝতে চায়।

আলোচনা সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

আমার বার্তা/এমই

স্ত্রীসহ জি এম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ

গুপ্তরাজনীতির অবসান ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাত্রদলের

সাইবার বুলিং ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের

তিন দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) সাড়ে পাঁচটার দিকে

কথার ফুলঝুরি দিয়ে রাজনীতি করার দিন শেষ: আমীর খসরু

এখন আর কথার ফুলঝুরি দিয়ে রাজনীতি করার দিন শেষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানখারপুলে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ সেপ্টেম্বর

বিশ্ববাজারে নিম্নমুখী রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

স্ত্রীসহ জি এম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সর্বোচ্চ আদালতে প্রমাণিত তারেক রহমান নির্দোষ: কায়সার কামাল

শেখ হাসিনা পরিবারের প্লট দুর্নীতি মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

মাইলস্টোন ট্রাজেডি: আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব

হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ সেপ্টেম্বর

চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

শেয়াল ঠেকাতে বাগানে বৈদ্যুতিক তারে প্রাণ গেল গরু ও কৃষকের

সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ: কায়সার কামাল

ট্রাম্পের শুল্কে বিপর্যস্ত দিল্লি, প্রতিশোধ নয় নতুন বাজার খুঁজছে ভারত

কিডনি রোগ প্রতিরোধ করে এমন ৩ ফল

ভারত-চীন সম্পর্কে নতুন মোড় কী বার্তা দিচ্ছে পাকিস্তানকে

ভোটের দিন ও প্রচারে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তালাবদ্ধ ঘরে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ

সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব

সংসদ নির্বাচনের প্রচারণায় এক প্রার্থীর ২০টির বেশি বিলবোর্ড নয়

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো রাবি ছাত্রের