ই-পেপার শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জন্মই ওদের আজন্ম পাপ

অলোক আচার্য:
১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮

পৃথিবীতে সব মানুষের অধিকার সমান। পৃথিবীর আলো,বাতাস ও সুযোগ-সুবিধা নিয়ম অনুযায়ী সবার সমান ভোগ করার কথা। তবে মানুষের মুখের বুলি এবং কাগজে তৈরি নিয়ম তো আলাদা। আইন যেমন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় না সেভাবেই পৃথিবীর অধিকার বঞ্চিত মানুষের সংখ্যাও কম নয়। জন্মগতভাবেই মানুষ বঞ্চনার শিকার হয়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় শিশুরা। সবচেয়ে বেশি নির্যাতিত হয় শিশুরা। কারণ শিশুরা এত জটিল মানসিকতা বোঝে না। ওরা কেবল বুঝতে পারে ভালোবাসা। কোনো শিশুর জন্ম হচ্ছে রাজদালানে,কোনো শিশুর জন্ম হচ্ছে ফুটপাতে আবার কারও জন্ম হচ্ছে ডাস্টবিনে! আমরা মুখে মুখে পাপ এবং পূন্যের কথা বলি। হিসাব রাখি। সমাজে দোষী ও নির্দোষের হিসাব কষি। শুনতে নির্মম লাগলেও তো আমাদের দেশে এটা হচ্ছে। মাঝে মধ্যেই পত্রিকার পাতায় খবর দেখা যায় ডাষ্টবিনে শিশুর কান্নার আওয়াজ। কেউ একজন নবজাতকটিকে ফেলে গেছে ডাষ্টবিনে। ভাগ্য সুপ্রসন্ন হলে শিশুটি বেঁচে যায়, আবার ভাগ্য যদি আরও বেশি খারাপ হয় তাহলে শিশুটি শিয়াল বা কুকুরের খাবারে পরিণত হয়। এই নির্মম সংবাদও আমরা পাই। যতই মানুষ সভ্যতার উৎকর্ষতার দিকে ধাবিত হচ্ছে ততই যেন মানুষ আরও বেশি হিংস্র, আরও বেশি পশুত্ব মেনে নিচ্ছে। মানুষের মন থেকে উঠে গেছে স্রষ্টার প্রতি ভীতি, উঠে গেছে মানবিকতা অথবা মানুষ হিসেবে নিজের কাজটুকু। মানুষ পরিণত হয়েছে অমানুষে। শিশুটির পরিচয় কি হবে এই দুশ্চিন্তায় তার গর্ভধারিণী মা অথবা অন্য কেউ শিশুটিকে রাস্তায় ফেলে যায়।

এই জন্মের পাপ তো শিশুটির ছিল না। ছিল এই সমাজের। দায় রয়েছে এই রাষ্ট্রের। একটি শিশুর পরিচয় দিতে কেন এত দুর্ভোগ পোহাতে হবে? মানুষ-শুধু এই সত্যটুকু মেনে নিয়ে তাকে এই সমাজে বেঁচে থাকার সাহস কেন দিতে পারবে না এই সমাজ। শিশুটি জবাব চাইবে কার কাছে। কে শিশুটির এই পরিণতির দায় নিবে। মানবাধিকার সংগঠন সংস্কৃতি ফাউন্ডেশনের ২০২৪ সালের হিসাব অনুযায়ী, গত বছর সারাদেশে মোট ৯৪ জন নবজাতক উদ্ধার করা হয়েছে। সবাই মৃত। সংস্থাটির হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সাতজন, মার্চে পাঁচজন, এপ্রিলে সর্বোচ্চ আটজন, মে মাসে ছয়জন, জুন মাসে তিনজন, জুলাই মাসে পাঁচজন, আগস্টে দুজন, সেপ্টেম্বরে সাতজন, অক্টোবর ও নভেম্বরে চারজন ও ডিসেম্¦রে ছয়জন নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের শিশু অধিকার পরিস্থিতি ২০১৭ এর প্রতিবেদন অনুযায়ী, ওই বছর রাস্তা বা ডাস্টবিন বা ঝোঁপ থেকে অজ্ঞাত পরিচয়ের ১৭ নবজাতককে উদ্ধার করা হয়। তার আগের বছর নবজাতক উদ্ধারের সংখ্যা ছিল ৯ জন। অর্থাৎ বছর বছর এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর থেকে এটা স্পষ্ট সমাজ আরও বেশি নষ্টের দিকে ধাবিত হচ্ছে। সমাজের মানুষের নীতিগুলো আজ মরে গেছে। এ কারণেই একটি নবজাতককে এই পৃথিবীতে পরিচয় দিতে এত কুন্ঠা বোধ করছি। যদি সেটাই হয় তাহলে জন্ম দিতে হবে কেন? যে পাপ আমরা বড়রা করছি সেই পাপ ঢাকতে একটি জীবন হত্যা করছি। অথচ এটিও একটি খুন! এর পিছনে কে রয়েছে তা যেমন আর জানা সম্ভব হচ্ছে না,তেমনি একটি খুনের দায়ে তাকে কোনো শাস্তি ভোগও করতে হচ্ছে না। চারদিকে অধঃপতনের সুর। পাপ নামক শব্দটি মূল্যহীন। ধর্ম মানুষকে সর্বদা সুন্দর ও পরিচ্ছন্ন জীবন যাপনে উৎসাহিত করে।

এই ধর্ম বিরুদ্ধ কাজেও আমাদের মনে কোনো ভীতির সঞ্চার হচ্ছে না। এটি এমন একটি অপরাধ যা আইন দিয়ে ঠেকানো সম্ভব না। কারণ এই অপরাধের শিকার শিশুটি কারও কাছে বিচার চাইতে আসছে না। কিন্তু অপরাধ হচ্ছে। এটি ঠেকাতে সমাজে নৈতিকার চর্চা করতে হবে। ধর্মের মূল মর্মবাণী অন্তরে গ্রথিত করতে হবে। আমরা আধুনিকতার নামে অপরাধকে প্রশ্রয় দিতে পারি না। প্রতি বছর অসংখ্য শিশুকে ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া কোনো সমাজের আধুনিকতার পরিচায়ক হতেই পারে না। এটি বিপরীতে সমাজের নগ্ন চরিত্রের প্রকাশ। এভাবে সমাজ ধ্বংসপ্রাপ্ত হয়। পাপ কাউকেই রেহাই দেয় না। অতীতে বহু সভ্যতার ধ্বংসের নমুনা রয়েছে। হয়তো তারা আমাদের চেয়েও জ্ঞানী ছিল। কিন্তু সমাজের নৈতিক অধঃপতন ঠেকাতে ব্যর্থ ছিল। ফলে এই পতন। আমাদের এই অধঃপতন রোধ করতে হবে। বিবেক জাগ্রত করতে হবে। মানুষের মূল্যবোধ আর মনুষ্যত্বের জাগরণ অত্যন্ত দরকার।

লেখক : শিক্ষক ও কলামিস্ট, পাবনা।

আমার বার্তা/জেএইচ

লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ

বিশ্বব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং খাত বিভিন্ন ধরনের ধাতব ও ইলেকট্রনিক পণ্যের একটি বিস্তৃত পরিসর নিয়ে গঠিত।

আইনের শাসন নিশ্চিত করতে দলীয় পরিচয় নয়, অপরাধই মুখ্য

আইনের শাসন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। এ শাসন ব্যবস্থা তখনই কার্যকর হয়, যখন আইনের

ব্যর্থতার দায় শিক্ষার্থীর কাঁধে, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কি দায়মুক্ত?

আমাদের দেশের শিক্ষা গ্রহণের প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের আলাদা করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো পরীক্ষায় প্রাপ্ত নম্বর।

বাংলাদেশে ওয়াশিং প্ল্যান্টের বর্জ্য দ্বারা মিঠাপানির দেশীয় মাছ বিলুপ্তির পথে

মাছে-ভাতে বাঙাালি এই পরিচয়ে জাতি হিসেবে আমাদের স্বকীয়তার প্রতীক। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারা বিভ্রান্তির সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করতে চায়: সালাহউদ্দিন

ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন: তৈয়্যব

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো, গ্রেপ্তার ১৬৪

সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস

ডেঙ্গুতে আরও এক জনের প্রাণহানি, নতুন ভর্তি ১১৪ জন

তুরস্কে আইএসের ১৫৩ সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার

সমাবেশ ঘিরে ভোগান্তির আশঙ্কা, আগাম দুঃখপ্রকাশ জামায়াতের

সাজিদ সাঁতার জানতো, ডুববে কীভাবে?- প্রশ্ন শিক্ষার্থীদের

অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন

৪৮তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ ২১ জুলাই

সুনামগঞ্জে পানিতে ডুবে ও মেয়ের মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

ভিন দেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য নয়: ট্রাম্প প্রশাসন

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

ইবি ছাত্রের ‘রহস্যজনক’ মৃত্যুতে তদন্ত কমিটি, স্বজন-সহপাঠীদের ক্ষোভ

ফুল সংরক্ষণে সবুজ প্রযুক্তি: চা পাতার নির্যাসে দ্বিগুণ আয়ু জারবেরার

জুলাই শহিদদের স্মরণে সরাইলে বিএনপির মৌন মিছিল

সরাইলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমে দক্ষতার প্রশংসা করেছেন লরেন ড্রেয়ার

গজারিয়ায় অবৈধ অস্ত্রের গুলিতে দুইজন আহত