রাজধানীর বাজারগুলোতে সবজির দাম একপ্রকার আগুন ছুঁই ছুঁই করছে। টানা কয়েক সপ্তাহ ধরে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। মৌসুম শেষে সরবরাহে ঘাটতি ও টানা বৃষ্টিকে কেন্দ্র করে দাম বেড়ে যাওয়া কাঁচা মরিচের দামও এখনও কমেনি।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ থেকে ৩২০ টাকায়। অন্য সবজির দামও আগের তুলনায় বেশ চড়া।
আজকের বাজারে বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, ধন্দুল ৬০, চিচিঙ্গা ৬০, কচুর লতি ৮০, ঝিঙ্গা ৬০, কাঁকরোল ৮০, বরবটি ৮০ এবং করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ও পটল যথাক্রমে ৮০ ও ৫০ টাকা, ঢেঁড়স ৪০, জালি ৫০, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ সর্বোচ্চ ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা রামপুরার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান জানান, “একবার দাম বাড়ার পর আর কমে না। বাজারে কেউ তদারকি করছে না বলেই বিক্রেতারা নিজের মতো দাম হাঁকাচ্ছে। আজ এক পোয়া মরিচ কিনতেই ৮০ টাকা গুনেছি।”
মহাখালী বাজারের বিক্রেতা আব্দুল মালেক বলেন, “বেশ কিছু সবজির মৌসুম শেষ হয়ে গেছে। তার ওপর সাম্প্রতিক বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় সরবরাহ কমে এসেছে। এ কারণেই দাম বাড়ছে।”
কারওয়ানবাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, “বৃষ্টির প্রভাব মরিচের দামে সরাসরি পড়ে। সরবরাহ কম থাকায় এখন মরিচের দাম আবারও বেড়েছে।”
আমার বার্তা/জেএইচ