গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বড়চালা এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সবাই বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা। যদিও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মাওনা থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার বার্তা/জেএইচ