দীর্ঘদিন ধরে চশমা পরার কারণে নাকের দুই পাশে দাগ হয়ে থাকে। একসময় দাগ এতো গাঢ় হয়ে যায় যে, মেকআপ-কনসিলারে দিয়েও ঢাকা যায় না। দেখতে ভাল লাগে না।
তাই বেশি গাঢ় হওয়ার আগে নাকের দুই পাশের যত্ন নিন। এক্ষেত্রে ঘরোয়া উপাদান সঠিকভাবে ব্যবহার করতে পারলে দাগ সহজেই দূর হবে।
আসুন জেনে নেওয়া যাক কী কী উপাদান ব্যবহারে দাগ দূর হবে-
১. শসার রস
শসার রস লাগাতে পারেন নাকের দুপাশে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং কালচে ছোপ হালকা করতে সাহায্য করবে। এছাড়া চোখের নিচে ফোলাভাব দূর করতেও শসার রস উপকারী।
২. আলুর রস
ত্বকের যেকোনো ধরনের কালচে দাগ দূর করতে আলুর রস বেশ উপকারী। আলু থেকে রস বের করে নাকের দুই পাশে লাগিয়ে নিন। দশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন আলুর রস ব্যবহার করলে নাকের পাশের দাগ গায়েব হয়ে যাবে।
৩. অ্যালোভেরা জেল
ত্বকের যেকোনো সমস্যা সমাধানে অ্যালোভেরা ব্যবহার করা যায়। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে দাগে ব্যবহার করুন। এতে দাগ দূর হয়ে যাবে। ত্বকও ভালো থাকবে।
চশমা পরে নাকের পাশে কালো দাগ, দূর করেন কীভাবে
৪. লেবুর রস
একটি লেবু অর্ধেক করে কেটে নিয়ে কালচে দাগের উপর ১০ মিনিট ঘষে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে চার দিন ব্যবহার করলে দাগ উঠে যাবে।
৫. কাঠবাদামের তেল
প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা কাঠবাদামের তেল নাকের দুইপাশে লাগিয়ে নিন। চাইলে হালকা মালিশও করতে পারেন। এই তেল ব্যবহার করলে নাকের দুই পাশের কালচে দাগ কমে যাবে।
৬. কমলার খোসা
রূপচর্চায় কমলালেবুর খোসার ব্যবহার বেশ পুরনো টেকনিক। কমলার খোসা ভালো করে শুকিয়ে গুঁড়া করে নিন। ১ চা চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে ২চা চামচ দুধ মিশিয়ে নাকের দাগের ওপর লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।
৭. মধুর ব্যবহার
দাগ, ছোপ তোলার ক্ষেত্রে মধু বেশ ভালো কাজ করে। লেবুর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে নাকের উপর চশমার কালো দাগের প্রলেপ দূর হবে।