ই-পেপার মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসুতে অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, এটা জাতীয় নির্বাচনের জন্য একটা মডেল হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় নির্বাচনের প্রস্তুতি, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মাদক, চুরি, ছিনতাই, ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, রোহিঙ্গা ও সাগরের ইলিশ মাছ এসব নিয়েও আলোচনা করেছি। বিশেষ করে মাদক নিয়ে বেশি আলোচনা হয়েছে।

ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল (সোমবার) ডাকসু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। তারা খুব ভালো প্রস্তুতি নিয়েছে। আমরাও আশা করছি খুব ভালো একটা নির্বাচন হবে। মিডিয়াতে দেখেছি ভালোভাবেই নির্বাচন হচ্ছে।

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ডাকসুতে ভোট দিচ্ছে তারা সবাই শিক্ষিত সমাজের। আর জাতীয় নির্বাচন একেবারেই ভিন্ন বিষয়। দুইটা মিলিয়ে ফেললে হবে না। তবে এটা নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু এরকম হবে না, এটা হচ্ছে একটা মডেল। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা একটা মডেল। আমরা আশা করব নির্বাচনটা যেন ভালোভাবে হয়।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে কি না, এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে কি না? জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে ও ভোট দিচ্ছে। সকালে মিডিয়াতে ডাকসু নির্বাচন নিয়ে খবর দেখে মনটা ভালো হয়ে গেছে।

জাতীয় নির্বাচন নিয়ে কী নির্দেশনা দিলেন– জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে মেইনলি আলোচনা করেছি আমাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে। কীভাবে প্রস্তুতিটা নেব আর আমরা যে প্রশিক্ষণ গাইডলাইন করেছি সেটা যেন সবাই মেনে চলে।

নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। নির্বাচনে টাকা-পয়সা নিয়ে একটু ইয়ে ছিল, সেটা নিয়ে সন্ধ্যায় সচিবের সঙ্গে আবার বসব। সমস্যাটা কীভাবে সমাধান করা যায়।

বর্তমানে দেশে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কি না– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে কোনো ঘটনা ঘটলে সেটার খবর পেতে অনেক সময় লাগত, এখন কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে সঙ্গে সঙ্গে খবর পাওয়া যায়। এটা ভালো, তবে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে। আমার মনে হয় নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও সবচেয়ে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইলিশ নিয়ে তিনি বলেন, আপনারা জানেন যে এবার ইলিশের প্রজনন কমেছে। ভবিষ্যতে হয়ত বাড়বে। এটা নিয়ে কীভাবে কী করা যায়, আমাদের যারা ট্রলার চালায় তারা এমন এক নতুন প্রযুক্তি এনেছে সেটাতে পোনামাছসহ সবকিছু চলে আসে। এটা যাতে বন্ধ করা যায় সেসব বিষয়ে আলোচনা করেছি।

আমার বার্তা/এমই

ক্যাবের নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ এইচ এম সফিকুজ্জামান। মঙ্গলবার

জাপানি ভাষা জানলেই চাকরি, ১ লাখ কর্মী নিবে জাপান: অর্থ উপদেষ্টা

জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডেভেলপমেন্ট

সম্প্রীতির নীতি মানুষকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতি ও সহানুভূতির নীতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাবের নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান

নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন: আলাল

জাপানি ভাষা জানলেই চাকরি, ১ লাখ কর্মী নিবে জাপান: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র

ফলাফল গণনায় অনিয়ম হলে শিক্ষার্থীরা মানবে না: আবিদ

ভোট কেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে: আবিদ

ঢাবি ভিসিকে আনুষ্ঠানিকভাবে জামায়াতি প্রশাসন আখ্যা দিল ছাত্রদল

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

উদ্যোক্তাদের যে তিনটি বিষয় বিবেচনায় নিতে বললেন বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ-ব্রাজিল পরিবেশ, জলবায়ু ও বাণিজ্যে ঘনিষ্ঠ অংশীদার

সমর্থন হারিয়ে দূর্বল হচ্ছে পলিসারিও ফ্রন্টঃ মূল দাবিতে নমনীয়

সকাল সকাল পেটের গ্যাস দূর করবেন যেভাবে

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ জমা দিলেন আবিদুল

ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ

নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

ব্যাংক একীভূত হলেও গ্রাহকের আমানতে প্রভাব পড়বে না

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় মেয়র বালেন্দ্র শাহ

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

জাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না অমর্ত্য রায়

ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর