জুলাই বিপ্লব ঘিরে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি পিছিয়ে বুধবার (১৬ জুলাই) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১৩ জুলাই) সকালে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এদিন সকালে এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। এদিন জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজনসহ ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
অন্য মামলায় গ্রেফতার থাকায় দুই আসামি রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজকে ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়।
এছাড়া পলাতক বেরোবির সাবেক ভিসি হাসিবুরসহ ২৪ বিরুদ্ধে সাত দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। এই মামলায় মোট আসামি ৩০ জন, যাদের মধ্যে ২৪ জনই পলাতক রয়েছেন।
আমার বার্তা/এল/এমই