ই-পেপার মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

যে কারণে মোদি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করল মাস্কের এক্স

আমার বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৫, ১১:০৫

ভারত সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এক্সের অভিযোগ হলো, ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অবৈধভাবে তার সেন্সরশিপের ক্ষমতা বাড়িয়েছে। এর ফলে অনলাইন কনটেন্ট মুছে ফেলা এখন আরও সহজ হবে।

দেশটির কর্ণাটক হাইকোর্টে গত ৫ মার্চ মামলাটি দায়ের করে এক্স। মামলা নথিতে উল্লেখ করা হয়, ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) ৭৯ (৩) (খ) ধারাটি ব্যবহার করে অনলাইন কনটেন্টের ওপর ‘অবাধ সেন্সরশিপ’ চালাচ্ছে।

অন্যান্য সরকারি বিভাগকে একটি সরকার পরিচালিত ওয়েবসাইট ব্যবহার করে কনটেন্ট ব্লক করার আদেশ জারি করতে বলেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

ভারত সরকার কীভাবে সামাজিক মাধ্যমের কনটেন্ট মুছে ফেলতে পারে, তা নিয়ে বিতর্ক চলছে। নতুন মামলাটি সেই বিরোধের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

এ ছাড়া মামলাটি এমন সময়ে হলো, যখন মাস্ক ভারতে স্টারলিংক ও টেসলা চালুর কাছাকাছি পৌঁছে গেছেন।

মামলার অভিযোগে এক্স আরও বলে, গত বছর একটি সরকারি ওয়েবসাইট চালু করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন এই ওয়েবসাইট ব্যবহার করে অন্যান্য সরকারি বিভাগকে কনটেন্ট ব্লক করতে বলেছে দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সেই সঙ্গে সামাজিক মিডিয়া কোম্পানিগুলোকেও ওই ওয়েবসাইটে যুক্ত হতে বাধ্য করা হচ্ছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।

এক্স জানিয়েছে, সরকারি ওয়েবসাইটটি এমন ‘অগ্রহণযোগ্য একটি সমান্তরাল প্রক্রিয়া’ সৃষ্টি করেছে, যা ‘ভারতে তথ্যের ওপর অবাধ সেন্সরশিপ’ আরোপ করছে। এক্স ওই নির্দেশনা বাতিল করার জন্য আবেদন করছে।

গত ৫ মার্চ আদালতে এক্স এই মামলা দায়ের করলেও মামলার নথি বা আদালতের কাগজপত্র তারা জনসমক্ষে আনেনি। বিষয়টি সংবাদমাধ্যমে আসে গত বৃহস্পতিবার।

গত সপ্তাহের শুরুতে এই মামলার সংক্ষিপ্ত শুনানি করেছেন ভারতের দক্ষিণ কর্ণাটক রাজ্যের উচ্চ আদালতের বিচারক। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

মামলাটি এই সপ্তাহের শুরুতে দক্ষিণ কর্ণাটক রাজ্যের দ্বারা সংক্ষিপ্তভাবে শুনানি করা হয়েছিল, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। মামলাটির পরবর্তী শুনানি হবে ২৭ মার্চ।

২০২১ সালে এক্স ভারত সরকারের সঙ্গে একটি বিরোধে জড়িয়ে পড়েছিল, যখন কৃষক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কিছু টুইট মুছে ফেলতে আইনি আদেশ দিয়েছিল সরকার। এক্স ওই আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে সরকারি কর্মকর্তাদের প্রকাশ্য সমালোচনার পর এক্স ওই আদেশ মেনে নেয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ এখনো ভারতীয় আদালতে চলমান রয়েছে। -- তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

আমার বার্তা/জেএইচ

ইন্দোনেশিয়ায় তানিম্বার দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ জুলাই)

স্বাভাবিক সম্পর্কে লাভবান হতে পারে ভারত-চীন: বেইজিংয়ে জয়শঙ্কর

বিরাজমান বিশ্ব পরিস্থিতি ও পারস্পারিক স্বার্থ বিবেচনায় সম্পর্ক স্বাভাবিক করা পথেই কি হাটছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-চীন?

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক স্থগিত, ১ আগস্টের মধ্যে সমঝোতার আশায় ইইউ

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১৩ জুলাই)

পুতিন দিনে মিষ্টি করে কথা বলেন, রাতে বোমা মারেন: ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

কালুখালীর এক কৃষক শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য

১৪ বছরে পা রাখতে যাচ্ছে বিএমএসএফ

রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত ও আলোচনা সভা

বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীব্র ভাঙনে নদীতে বিলীন বাড়িঘর

একমঞ্চে ৫ অংশের নেতারা, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ার ঘোষণা

জুলাইয়ের ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৪৪৪৭ কোটি টাকা

নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতে ভোট চায় বিএনপি

গণভবন স্বৈরাচারের ঠিকানা, এটাকে সংরক্ষণ করতে চাই: আদিলুর রহমান

দাঁড়িয়ে রিকশাচালকদের স্যালুট জানালেন দুই উপদেষ্টা ও শতাধিক নারী

সাঘাটায় বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন বানচাল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আগামী সপ্তাহে ফের দরকষাকষি: বাণিজ্য উপদেষ্টা

নারীদের মুখ লুকানোর কারণ খুঁজে দেখা জরুরি: শারমীন মুরশিদ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে: ফখরুল

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

হালাল পণ্যের উৎপাদন বাড়াতে আধুনিক ল্যাব স্থাপন: শিল্প উপদেষ্টা

শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে: নাছির উদ্দিন

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা