ই-পেপার মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশ সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে

আমার বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৫, ১২:১২
আপডেট  : ১৪ জুলাই ২০২৫, ১২:১৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ এখন সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

রোববার (১৩ জুলাই) রাতে ঢাকায় ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত মাসদুপুই।

রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার বিচক্ষণ এবং অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ এখন সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাতে অনেক বাধা আসবে। তবে সাহস ও দৃঢ় প্রত্যয় থাকলে বাধাগুলো কাটিয়ে ওঠা যাবে। তবে এই ক্রান্তিকালে ধৈর্যের দরকার হবে।

গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্রান্সের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন ম্যারি মাসদুপুই। তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে ফ্রান্সের প্রায় ১০০ বছর সময় লেগেছে। গণতন্ত্রের অর্থ স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এবং অন্তর্ভুক্তি। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাও সেই পথের ভিত্তিপ্রস্তর এবং অবশ্যই এগুলোকে ন্যায্য ন্যায়বিচারের সঙ্গে চলতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ফ্রান্সের চেয়ে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে ফ্রান্সের চলমান বিভিন্ন প্রকল্প এবং দুর্নীতির কারণে সেগুলোর বাধাগ্রস্ত হওয়ার কথা তুলে ধরে বলেন, চলমান পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা ধৈর্য ধরার প্রয়োজনীয়তা বুঝতে পারি। আমাদের কিছু প্রকল্প পর্যালোচনাধীন রয়েছে, কারণ অত্যাধিক দুর্নীতি ছিল এবং এর বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা পক্ষে আমরা। আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে জনসংখ্যার বৃহত্তর সুবিধার কথা বিবেচনায় নিয়ে সেগুলা বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। আমি বিশেষ করে, গন্ধর্বপুর এবং সায়েদাবাদের পানি শোধনাগারের কথা উল্লেখ করতে চাই, যা ঢাকার লাখ লাখ মানুষের জন্য পানীয় সরবরাহ করবে এবং চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় আমাদের অবদানও থাকবে।

তিনি বলেন, আগামী মাসগুলোতে আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য কাজ করব। আমাদের মূল লক্ষ্য হবে, স্যাটেলাইট ডেটার মাধ্যমে জলবায়ু পরিবর্তন বোঝার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করা। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ফ্রান্সের শিক্ষা সহযোগিতাও জোরদার হচ্ছে এবং ফ্রান্সে আরও বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারকে সমর্থন করতেও প্রস্তুত। অভিবাসীদের চাপ কমাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাসদুপুই বলেন, বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে। ইউরোপীয় দেশ হিসেবে ফ্রান্স একটি ন্যায্য, পারস্পরিক-উপকারী, নিয়ম-ভিত্তিক বাণিজ্যের পক্ষে। এই নীতির অধীনে ২০০১ সাল থেকে ইইউর শূন্য-শুল্ক নীতি থেকে বাংলাদেশ উপকৃত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আমার বার্তা/জেএইচ

গণভবন স্বৈরাচারের ঠিকানা, এটাকে সংরক্ষণ করতে চাই: আদিলুর রহমান

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বিভিন্ন জেলায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দাঁড়িয়ে রিকশাচালকদের স্যালুট জানালেন দুই উপদেষ্টা ও শতাধিক নারী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত রিকশা র‍্যালি অনুষ্ঠানে রিকশাচালকদের প্রতি বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছেন নারী

নারীদের মুখ লুকানোর কারণ খুঁজে দেখা জরুরি: শারমীন মুরশিদ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই আন্দোলনে সামনে থাকা নারীরা পরবর্তী

অন্তর্বর্তী সরকারের আমলেই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

কালুখালীর এক কৃষক শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য

১৪ বছরে পা রাখতে যাচ্ছে বিএমএসএফ

রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত ও আলোচনা সভা

বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীব্র ভাঙনে নদীতে বিলীন বাড়িঘর

একমঞ্চে ৫ অংশের নেতারা, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ার ঘোষণা

জুলাইয়ের ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৪৪৪৭ কোটি টাকা

নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতে ভোট চায় বিএনপি

গণভবন স্বৈরাচারের ঠিকানা, এটাকে সংরক্ষণ করতে চাই: আদিলুর রহমান

দাঁড়িয়ে রিকশাচালকদের স্যালুট জানালেন দুই উপদেষ্টা ও শতাধিক নারী

সাঘাটায় বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন বানচাল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আগামী সপ্তাহে ফের দরকষাকষি: বাণিজ্য উপদেষ্টা

নারীদের মুখ লুকানোর কারণ খুঁজে দেখা জরুরি: শারমীন মুরশিদ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে: ফখরুল

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

হালাল পণ্যের উৎপাদন বাড়াতে আধুনিক ল্যাব স্থাপন: শিল্প উপদেষ্টা

শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে: নাছির উদ্দিন

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা