আমি ক্ষ্যাপা চাঁদাবাজ তোমার নাম পরিচয় কি?
আমার দলীয় পদ-পদবি জান নি?
আমি ছিলাম দুর্দিনে দলের জ্ঞানী-গুণী সম্পাদক,
মামলা হামলায় জর্জরিত দুঃখ বিষাদের নিত্য শোক।
নেহায়েৎ ভুয়া মামলায় জেল খেটেছি বারংবার,
সয়েছি শত প্রবঞ্চনা নিগৃহীত মানবতার।
এখন আমি কারামুক্ত শুনেছি স্বৈরাচার নাকি পালাইছে,
ছাত্র জনতা বীর জোয়ান আমি এখন সমাজের কাছে।
সমর জীবনে পুষে নিতে চাই জীবনের ক্ষত, ক্ষতি,
কে ঠেকাবে চাঁদাবাজি মোর কে আছে মহারথী।
যে আমাদের দলনেতা সে আমার বিপুল আজ্ঞাবহ,
সকল সংশয় সংকটে পাশে রহে মোর অহরহ।
দীর্ঘ অলাভের পুঁজি কুড়াতে শুধুই চাঁদা খুঁজি,
আমি বড় অপরাধী, বেপরোয়া, জেনে গেল কেউ বুঝি।
সাংবাদিক, পুলিশ, আমায় খুঁজে ফোন রেখেছি বন্ধ,
চাঁদা পেয়ে মিটিয়ে দেব সমাজের কোলাহল দন্দ্ব।
আমাকে প্রচার করে কোন লাভ হবে না জানি,
দলের সবাই ফিরিস্তা ভাবে আমি মহৎ গুণি জ্ঞানী।
কে করে বিচার, থামাতে অনাচার, চাবিকাঠি মোর হাতে,
দিনে টুকটাক গাল-মন্দ, ভৎসনা, স্বাধীনতা পাই রাতে।
দোকান, ডিসের ব্যবসা, সি এন জি পেট্রোল পাম্প যত,
চালকল, ফুটপাতের চাঁদা দিতেই হবে অবিরত।
সাধ্যের মধ্যে চাঁদা নিতে বড্ড মজা লাগে,
আমি ক্ষ্যাপা চাঁদাবাজ চাঁদা দিন মাইরের আগে।