বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অস্মিতা চক্রবর্তী-এর জন্মদিন আজ। এই দিনে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে আসছে একের পর এক শুভেচ্ছা। সাবলীল অভিনয় ও সংবেদনশীল চরিত্র উপস্থাপনায় তিনি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে।
অস্মিতা চক্রবর্তীর অভিনয়জীবন শুরু হয় ছোটপর্দার মাধ্যমে। তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে স্টার জলসা-র “মা তোমায় ছাড়া ঘুম আসেনা” সিরিয়াল, যেখানে তিনি ফুলকি চরিত্রে অভিনয় করে আলাদা করে নজর কাড়েন। এই চরিত্রে তাঁর নিখুঁত অভিব্যক্তি এবং সহজাত পারফরম্যান্স তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।
শুধু একটি সিরিয়ালের গণ্ডিতেই নয়, অস্মিতা নিজের অভিনয়শৈলী দিয়ে প্রতিটি চরিত্রে নতুন রূপ আনেন, যা তাঁকে ধীরে ধীরে বাংলা টেলিভিশনের শক্তিশালী অভিনেত্রীদের কাতারে নিয়ে আসছেন।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভক্ত শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “তোমার মতো অভিনয়শিল্পী আমাদের বাংলা সিরিয়ালের গর্ব।”
অস্মিতা নিজেও একটি সংক্ষিপ্ত বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই ভালোবাসা ও আশীর্বাদ আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”