উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রদত্ত ডাব্লিউসিএসডিএফ অ্যাওয়ার্ড অর্জন করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। ধারাবাহিক নাটকের সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। তার অভিনিত ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ এর জন্য তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
বুধবার (২৩ জুলাই) রাজধানীর রাওয়া কনভেনশন হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিচারপতি শিকদার মকবুল হক, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) আব্দুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম। অনুষ্ঠানে শোভিজের আরও অনেক তারকাকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আমার বার্তা/জেএইচ