হাঁটি হাঁটি পা পা করে পদোন্নতি পেয়ে কমিশনার হলেন যে বন্ড কমিশনারেট হতে সেখানেই আবার ফিরে এলেন কমিশনার হিসেবে খালেদ মোহাম্মদ আবু হোসেন।
এখনো কমিশনার হিসেবে স্থায়ী হননি। এর আগে তিনি ঢাকা একত্রিত বন্ড কমিশনারেট সেগুন বাগিচায় অতিরিক্ত কমিশনার হিসেবে দুই বছরের অধিক সময় ছিলেন। তারপর পদোন্নতি পেয়ে প্রথম কুমিল্লা ভ্যাট কমিশনারেট এবং পরে কাস্টম হাউস, মোংলা,খুলনায় বদলি হলেন। এখন ঘরের ছেলে ঘরেই ফিরে এলেন। অতিরিক্ত কমিশনার-১ থাকাকালীন সময় উনার কাজের গতি তেমন চোখে পড়ার মত নয়। তারপরও একত্রিত ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট দীর্ঘদিন পার করে গিয়েছিলেন।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড ০৮.০১.০০০০.০১১.০৫.০০১.২৪-১৪৪ নং বদলি আদেশের মাধ্যমে এক প্রজ্ঞাপন জারি করেন। সকলের মধ্যে হতাশা এবং মৌন প্রতিক্রিয়া ধরনের একটি গুরুত্বপূর্ণ বন্ড কমিশনারেটে কর্তৃপক্ষ একি সিদ্ধান্ত নিল।
বিসিএস ২১ তম কাস্টমস ক্যাডারের এই কর্মকর্তা সিদ্ধান্ত গ্রহণে সব সময় পিছু টান এবং সময় ক্ষেপণ সকলের নিকট সমাদৃত বলে অনেকে আমার বার্তা প্রতিনিধিকে জানান।