নতুন ফরম্যাটের প্রথম ক্লাব বিশ্বকাপ শিরোপা জয় করেছে ইংলিশ ক্লাব চেলসি। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ছুঁয়ে দেখেছে দলটি।
সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। তাই অনেকেই ফাইনালে তাদের পরিষ্কার ফেবারিট হিসেবেই মেনে নিয়েছিল। তবে চেলসি অধিনায়ক হুঙ্কার ছুঁড়ে বলেছিলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ নই।’
ফাইনালে সেটাই অক্ষরে অক্ষরে প্রমাণ করল চেলসি। গোল খাওয়া তো দূরে থাক, চেলসি লা প্যারিসিয়েনদের সুযোগই তৈরি করতে দেয়নি। বরং কোল পালমার ও এনজো ফার্নান্দেজের মিডফিল্ড জুটিতে খাবি খেয়েছে পিএসজির মিডফিল্ড ও ফ্রন্টলাইন।
প্রথমার্ধেই ফরাসি ক্লাবটিকে একপ্রকার ম্যাচ থেকে ছিটকে দেয় চেলসি। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার পালমার জোড়া গোল করে ব্লুজদের ম্যাচে চালকের আসনে বসান। আর ৪৩ মিনিটে পালমারের পাসেই দারুণ ফিনিশিংয়ে পিএসজিকেই যেন ‘ফিনিশ’ করে দেন জোয়াও পেদ্রো।
এর আগে ২০২২ সালেও ক্লাব বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল চেলসি। তবে বড় পরিসরে আয়োজিত নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার মাহাত্ম্য নিশ্চয়ই বেশি।
আমার বার্তা/জেএইচ