নেশনস লিগে দাপুটে পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পর্তুগাল। তবে প্রথম লেগেই তারা ডেনমার্কের কাছে হোঁচট খেয়েছে তারা। ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগিজরা।
এই ম্যাচে গোল করেন রাসমুস হয়লুন্ড। গোলের পর ‘সিউ’ উদযাপন করেন ডেনমার্কের এই স্ট্রাইকার। তার এই উদযাপন কছুটা দূরে দাঁড়িয়ে দেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘সিউ’ তারই আইকনিক উদযাপন।
বৃহস্পতিবার (২০ মার্চ) ডেনমার্কের মাঠ পার্কেন স্টেডিয়ামে খেলতে নামে পর্তুগাল। ম্যাচজুড়ে সফরকারীরা বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলরক্ষক কস্তার কঠিন পরীক্ষা নিয়েছে স্বাগতিক ডেনমার্ক। ম্যাচের ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই ৭৮ মিনিটে গোল করেন হয়লুন্ড। শেষ পর্যন্ত তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ডেনমার্ক।
ম্যাচ শেষ ‘সিউ’ উদযাপন করা প্রসঙ্গে কথা বলেন হয়লুন্ড। রোনালদোকে সেরা উল্লেখ করে স্বদেশি সংবাদমাধ্যম টিভি ২‘কে তিনি বলেন, ‘আমি বিশ্বের সেরা ফুটবলারের বিপক্ষে খেললাম, যিনি আমার আদর্শ এবং গোল করে ম্যাচ জয়ের নায়ক হলাম, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না!’
রোনালদোকে উপহাস করার জন্য ‘সিউ’ উদযাপন করেননি জানিয়ে হয়লুন্ড বলেন, ‘তাকে উপহাস বা এমন কিছু করার জন্য এটা (‘সিউ’ উদযাপন) করিনি। আমি সব সময় বলেছি, আমার ও আমার ফুটবল ক্যারিয়ারে তার বিশাল প্রভাব রয়েছে। তার ও পর্তুগালের বিপক্ষে গোল করাটা দারুণ ব্যাপার। আমি ২০০৯ সালে তার খেলা দেখতে গিয়েছিলাম। তিনি ফ্রি-কিক থেকে একটি গোল করেছিলেন। আর তখন থেকেই আমি তার ভক্ত।’
আমার বার্তা/জেএইচ